রবিবার হরতাল
২২ সেপ্টেম্বর ২০১২ঢাকার পল্টনে শনিবার ইসলামী ঐক্যজোটের একাংশ এবং খেলাফত মজলিসহ ১২ টি ইসলামি সংগঠনের প্রতিবাদ সমাবেশের কর্মসূচি ছিল৷ মার্কিন যুক্তরাষ্ট্রে মহানবী মোহাম্মদকে নিয়ে অবমাননাকর চলচ্চিত্র নির্মাণের প্রতিবাদে তারা এ কর্মসূচি দেয়৷ তবে আগেই মহানগর পুলিশ ১৪৪ ধারা জারী করায় তারা পল্টনে সমবেত হতে পারেনি৷
পরবর্তীতে সকাল সোয়া ১১টার দিকে তারা তোপখানায় জাতীয় প্রেসক্লোবের সামনে জড়ো হয়ে মার্কিন পতাকায় আগুন ধরিয়ে দেয় এবং মার্কিন প্রেসিডেন্টের কুশপুত্তলিকা দাহ করে৷ এরপর তারা মিছিল বের করতে চাইলে পুলিশের সঙ্গে সংঘর্ষ শুরু হয়৷ এই সংঘর্ষ তোপখানা এলাকা থেকে পল্টন ও বিজয় নগর পর্যন্ত ছড়িয়ে পড়ে৷ পুলিশ টিয়ারগ্যাস ছোড়ে আর প্রতিবাদকারীরা পুলিশের প্রতি ইটপাটকেল ছোড়ে৷ এতে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়৷ বিক্ষোভকারীরা যানবাহন ভাঙচুর করলে ওই এলাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়৷
পুলিশ একপর্যায়ে বেশ কিছু নেতা-কর্মীকে প্রেসক্লাবের চত্বরে ঘিরে ফেলে৷ এরপর প্রেসক্লাবের সামনে এবং প্রেসক্লাব থেকে বের হওয়ার সময় ৫০ জনেরও বেশি নেতা-কর্মী পুলিশের হাতে আটক হয়৷ পুলিশের উপ-কমিশনার নুরুল ইসলাম জানান, তাঁরা বোঝানোর পরও নিবৃত হয়নি প্রতিবাদকারীরা৷ শেষ পর্যন্ত তারা অ্যাকশনে যেতে বাধ্য হয়েছেন৷ তিনি দাবি করেন, এই হামলা এবং ভাঙচুরের নেপথ্যে জামাত- শিবিরের হাত আছে৷
এদিকে নেতাদের আটক করে নিয়ে যাওয়ার সময় তারা আগামীকাল রবিবার সারাদেশে সকাল সন্ধ্যা হরতালের কর্মসূচি ঘোষণা করেন৷
উল্লেখ্য, শনিবার বিকেল পর্যন্ত প্রেসক্লাব এলাকায় থেমে থেমে সংঘর্ষ হয়েছে৷ সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: আরাফাতুল ইসলাম