1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পাকিস্তানে নিহত ২১

২২ সেপ্টেম্বর ২০১২

পাকিস্তানে সহিংস বিক্ষোভে প্রাণ হারিয়েছে কমপক্ষে ২১ ব্যক্তি৷ আহত কয়েকশত৷ যুক্তরাষ্ট্রে নির্মিত ইসলামবিরোধী ছবি এবং মহানবীকে বিদ্রুপ করে ফ্রান্সের ম্যাগাজিনে প্রকাশিত কার্টুনের প্রতিবাদে আবারো সরব মুসলিম বিশ্ব৷

https://p.dw.com/p/16CjV
People rally in Islamabad, Pakistan, Friday, Sept. 21, 2012. Pakistani police opened fire on rioters who were torching a cinema during a protest against an anti-Islam film Friday, and security forces clashed with demonstrators in several other cities in Pakistan on a holiday declared by the government so people could rally against the video. Thousands of people protested in several other countries, some of them burning American flags and effigies of President Barack Obama. (AP Photo/B.K. Bangash)
ছবি: AP

শুক্রবার ছিল মুসলমানদের বিশেষ ধর্মীয় প্রার্থনার দিন৷ এই দিন দুপুরের প্রার্থনার পর বিভিন্ন দেশের মুসলমানরা রাজপথে বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করে৷ মহানবীকে বিদ্রুপ করে নির্মিত স্বল্প বাজেটের ছবি এবং কার্টুনের প্রতিবাদে এই বিক্ষোভ৷

পাকিস্তানে সহিংস বিক্ষোভে কমপক্ষে ২১ ব্যক্তি প্রাণ হারিয়েছে৷ দেশটির সবচেয়ে বড় শহর করাচিতে শুক্রবার নিহত হয় ১২ ব্যক্তি৷ অন্যদিকে পেশোয়ারে প্রাণ হারায় পাঁচ ব্যক্তি৷ এছাড়া সহিংসতায় গুরুতর আহত ৪ ব্যক্তি গতরাতে চিকিৎসারত অবস্থায় হাসপাতালে মারা যায়৷

অথচ পাকিস্তান সরকার শান্তিপূর্ণ প্রতিবাদ জানাতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছিল৷ এজন্য শুক্রবারকে ‘মহানবী মোহাম্মদের প্রতি ভালোবাসার দিন' ঘোষণা করে সেদেশের সরকার৷ কিন্তু বিক্ষোভকারীরা শান্তিপূর্ণ প্রতিবাদের বদলে সহিংস পথই বেছে নিয়েছে৷ আর তাতে প্রাণহানি ছাড়াও আহতের সংখ্যা ২২৯৷

শুক্রবার করাচিতে অবস্থিত মার্কিন দূতাবাসে হামলার চেষ্টা করে বিক্ষোভকারীরা৷ এসময় পুলিশ তাদের বাধা প্রদান করে৷ এতে প্রাণ হারায় ১২ ব্যক্তি৷ নিহতদের মধ্যে এক পুলিশ সদস্যও রয়েছেন৷ অন্যদিকে, পেশোয়ারে নিহত পাঁচ ব্যক্তির মধ্যে একটি টিভি চ্যানেলের গাড়ির চালক রয়েছেন৷ পুলিশের গুলিতে এই চালক প্রাণ হারিয়েছে বলে দাবি করেছে টিভি চ্যানেলটি৷

প্রত্যক্ষদর্শীদের দেওয়া তথ্য অনুযায়ী, ইসলামবিরোধী ছবি এবং কার্টুন প্রকাশের প্রতিবাদে পাকিস্তানে ৪৫ হাজারের মতো মানুষ বিক্ষোভে অংশ নেয়৷ এদের মধ্যে অধিকাংশই ডানপন্থী ধর্মীয় দলগুলোর সদস্য৷ পাকিস্তানের ১৮০ মিলিয়ন জনসংখ্যার বিবেচনায় ৪৫ হাজার বিক্ষোভকারী কার্যত তেমন বড় কোন সংখ্যা নয়৷

উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্রে নির্মিত ‘ইনোসেন্স অফ মুসলিমস' ছবিটি নিয়ে গত কয়েকদিন ধরেই বিক্ষোভ চলছিল বিভিন্ন দেশে৷ গত সপ্তাহে সেই বিক্ষোভে ঘি ঢালে ফ্রান্সের একটি ম্যাগাজিন৷ মহানবীকে ব্যঙ্গ করে একটি কার্টুন সিরিজ প্রকাশ করে ম্যাগাজিনটি৷ এরপর অবশ্য সহিংসতার আশঙ্কায় বিশটি মুসলিম দেশে নিজেদের দূতাবাস, স্কুল এবং সাংস্কৃতিক কেন্দ্রগুলোর কার্যক্রম আপাতত বন্ধ রাখার ঘোষণা প্রদান করেছে ফ্রান্স৷

এআই /এএইচ (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য