1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কেমন আছেন ইরানের ইহুদিরা?

২০ মে ২০১৭

ইসরায়েল ও ইরানের মধ্যে প্রায়ই দ্বন্দ্ব লেগে থাকে৷ যদিও মধ্যপ্রাচ্যে ইসরায়েলের পর ইরানেই সবচেয়ে বেশি ইহুদির বাস৷ কিন্তু কেন?

https://p.dw.com/p/2dEmm
Juden im Iran Sukkot Shalom Synagoge
ছবি: DW/T. Tropper

ডয়চে ভেলের থেরেসা ট্রপার বিষয়টি নিয়ে কথা বলেছেন তেহরানের ইহুদি সম্প্রদায়ের পরিচালক সিয়ামাক মোরসাদেঘের সঙ্গে৷ তিনি ইরান সংসদের একমাত্র ইহুদি সাংসদও৷

ডয়চে ভেলে: ইরানে ইহুদিরা কেমন আছেন?

সিয়ামাক মোরসাদেঘ: মানুষ যা ভাবে তার চেয়ে অনেক ভালো৷ এখানে সংখ্যালঘু হিসেবে আমাদের স্বীকৃতি আছে৷ তাই আমরা স্বাধীনভাবে ধর্ম পালন করতে পারি৷ তেহরানে ২০টির বেশি সিনাগগ আছে৷ এছাড়া কমপক্ষে পাঁচটি ‘কোশার' কসাইখানা আছে৷ ইউরোপের কিছু দেশে প্রাণি অধিকার আইনের কারণে সেটির অনুমতি নেই৷ কিন্তু ইরানে আছে৷

তেহরানের ইহুদি সম্প্রদায়ের পরিচালক সিয়ামাক মোরসাদেঘ
ডয়চে ভেলের মুখোমুখি তেহরানের ইহুদি সম্প্রদায়ের পরিচালক সিয়ামাক মোরসাদেঘছবি: DW/T. Tropper

সাধারণভাবে বললে, ইরানে ইহুদিদের অবস্থা সমসময় ইউরোপের চেয়ে ভালো৷ এখানে ইহুদি আর মুসলমানরা একে অপরকে সম্মান করে৷ তবে কিছু পার্থক্যতো আছেই৷ যেমন এই দুই ধর্মাবলম্বীদের মধ্যে বিয়ে হওয়ার হার খুবই কম৷

এর মানে কি এই যে, ইহুদিরা একই জায়গায় বাস করে, কিন্তু তাঁরা ইরানের অন্যান্য ধর্মীয় গোষ্ঠীর চেয়ে আলাদা?

একেবারেই তা নয়৷ মুসলমানদের সঙ্গে আমাদের অর্থনৈতিক সম্পর্ক আছে৷ আমার ঘনিষ্ঠ বন্ধুরা মুসলমান৷ যে হাসপাতালের ডাক্তার আমি সেটি ইহুদি পরিচালিত হলেও সেখানকার কর্মকর্তা-কর্মচারী ও রোগীদের ৯৫ শতাংশই মুসলমান৷

কিন্তু ইরানে আইন অনুযায়ী ইহুদিদের সমান চোখে দেখা হয় না৷ যেমন আপনি চাইলে বিচারক হতে পারবেন না৷ এ ব্যাপারে আপনার কী মত?

সংখ্যালঘু হওয়ার কারণে কিছু সমস্যা তো হয়ই৷ যেমন সেনাবাহিনীতে আমরা কর্মকর্তা পর্যায়ে চাকরি করতে পারব না৷ সৈনিক হতে পারব৷ এরকম কিছু সীমাবদ্ধতা আছে আইনে৷ তবে আমরা এতে পরিবর্তন আনার চেষ্টা করছি৷ এটা একটা চলমান প্রক্রিয়া৷ এবং রাতারাতি সব ঠিক হওয়া সম্ভব নয়৷ তবে আমরা উন্নতি করছি৷ সাম্প্রতিক অতীতে আমাদের বড় সাফল্য হচ্ছে, আমাদের সন্তানেরা সরকারি স্কুলে গেলেও তারা চাইলে শনিবার দিন ‘সাবাথ'-এর জন্য স্কুলে নাও যেতে পারে৷

১৯৭৯ সালে ইরানে ইসলামিক রেভুলিউশনের পর অনেক ইহুদি ইরান ছেড়ে চলে যান৷ আপনি করেননি কেন?

তখন অনেক মুসলিমও দেশ ছেড়েছেন৷ আমি যাইনি, কারণ আমি ইরানি – আমি হিব্রু ভাষায় প্রার্থনা করি, ইংরেজি বলি, কিন্তু আমি চিন্তা করি, ভাবি শুধু ফার্সিতে৷ বিদেশ চলে যাওয়া – বিশেষ করে ইসরায়েলে যাওয়ার ইচ্ছা আমার নেই৷ কারণ, আমি মনে করি, ইহুদিরা অন্যদের চেয়ে আলাদা, এই চিন্তাধারা থেকে ইহুদিদের শুধু বিশ্বের একটা জায়গায় বাস করতে হবে – এমন ভাবনার সঙ্গে আমি একমত নই৷ কারণ আমি মনে করি আমরা সবাই সমান৷

ইরানের আইনে ইসরায়েলের সঙ্গে কোনো ধরণের যোগাযোগ রাখা নিষিদ্ধ৷ বিষয়টি কি ইহুদি হিসেবে আপনার জন্য কঠিন নয়?

ধর্মীয় শিক্ষা বলে, আমরা যে দেশে বাস করি সেই দেশের আইন মেনে চলতে হবে৷ বিশ্বে অনেক ইহুদি আছেন যাঁরা ইসরায়েলি সরকার ও সেনাবাহিনীর আচরণের কঠোর সমালোচক৷ ইহুদি হিসেবে আমাদের ধর্মগ্রন্থ ‘তাওরাত' ও ‘তালমুদ' মেনে চলতে হয়৷ অন্য দেশ দখল করা ও নিরীহ মানুষ হত্যা করা মোজেসের (ইহুদিদের নবি) শিক্ষা নয়৷ ইহুদি হিসেবে আমরা ইসরায়েলের আচরণ সমর্থন করতে পারি না, এটা ধর্মীয় নয়, রাজনৈতির ‘মুভমেন্ট'৷ ব্যক্তিগতভাবে আমার মনে হয়, বিশ্বের সবচেয়ে বড় গণহত্যার শিকার হওয়ায়, ইহুদিদের উচিত ফিলিস্তিনিদের প্রতি আরও সহানুভূতিশীল হওয়া৷

টেরেসা ট্রপার/জেডএইচ

তাহলে ফিলিস্তিনিদেরও কি ইহুদিদের প্রতি সহানুভূতিশীল হওয়া দরকার? লিখুন নীচের ঘরে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য