1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইরাকি উদ্বাস্তুদের সাহায্য করবে জার্মানি

২৪ এপ্রিল ২০১৮

ইরাকি উদ্বাস্তুদের স্বদেশে অস্তিত্ব গড়ে তোলার ব্যাপারে জার্মানি ও ইরাক সহযোগিতা বাড়াবে, জার্মান উন্নয়ন সাহায্য মন্ত্রী গ্যার্ড ম্যুলার জানিয়েছেন৷প্রায় ১০,০০০ ইরাকি উদ্বাস্তুকে দেশে ফিরতে সাহায্য করা হবে, ম্যুলার জানান৷

https://p.dw.com/p/2wXhn
Irak Besuch Entwicklungsminister Gerd Müller, CSU
ছবি: picture-alliance/dpa/K. Nietfeld

যে সব ইরাকি উদ্বাস্তু জার্মানিতে রাজনৈতিক আশ্রয় পেতে ব্যর্থ হয়েছেন, তাদের স্বদেশে প্রত্যাবর্তনে সাহায্য করার জন্য বার্লিন ও বাগদাদ আরো ঘনিষ্ঠভাবে সহযোগিতা করবে, বলে জার্মান উন্নয়ন সাহায্য মন্ত্রী ম্যুলার রবিবার ঘোষণা করেন৷

‘‘লক্ষ্য হলো, জার্মানি থেকে স্বদেশে ফেরা প্রায় দশ হাজার অবধি ইরাকি উদ্বাস্তুদের নিজের পায়ে দাঁড়াতে ও নতুন কিছু গড়ে  তুলতে সাহায্য করা,'' বাগদাদে ইরাকি কর্মকর্তাদের সঙ্গে আলাপ-আলোচনার পর বলেন ম্যুলার৷

ম্যুলার বলেন যে, ইরাকিদের স্বেচ্ছায় স্বদেশে প্রত্যাবর্তনের সুযোগ থাকা উচিত – শুধু ‘‘ব্যর্থ অভিবাসী'' হিসেবে নয়৷ ইরাকি কর্তৃপক্ষ ও বিভিন্ন ইরাকিকোম্পানির সঙ্গে সহযোগিতায় স্বদেশে প্রত্যাবর্তনকারী ইরাকিদের জন্য শিক্ষা ও চাকরির সুযোগ সৃষ্টি করা হবে, বলে ম্যুলার জানান৷ তাঁর সর্বাধুনিক ইরাক সফরে ম্যুলার উত্তরের কুর্দ-শাসিত এরবিল শহরে প্রত্যাবর্তনকারী উদ্বাস্তুদের পরামর্শদান সংক্রান্ত একটি কেন্দ্রের উদ্বোধন করেছেন৷ বাগদাদেও অনুরূপ একটি কেন্দ্র খোলার পরিকল্পনা রয়েছে৷

নির্ঘণ্ট নিয়ে সমস্যা থাকায় ম্যুলার ও ইরাকি প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদির মধ্যে একটি সাক্ষাৎ স্বল্প মেয়াদে বাতিল করতে হয়েছে৷

দাতা দেশ

শনিবার ইরাক যাত্রার আগে ম্যুলার দেশটির অবকাঠামো, বিশেষ করে স্কুল ও অপরাপর শিক্ষা প্রতিষ্ঠান নতুন করে গড়ে তোলার গুরুত্বের কথা বলেন – ‘‘যাতে সন্ত্রাসবাদ আবার শিকড় না গাড়তে পারে৷''

জার্মান উন্নয়ন সাহায্য মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, যে ২ লাখ ৪০ হাজার  ইরাকি বর্তমানে জার্মানিতে অবস্থান করছেন, তাদের মধ্যে প্রায় বারো হাজারের রাজনৈতিক আশ্রয় প্রাপ্তির আবেদন ব্যর্থ হয়েছে৷

জার্মানি ইরাকের দ্বিতীয় বৃহত্তম দাতা দেশ৷ ২০১৪ সালে যাবৎ জার্মানি ইরাককে প্রায় ১,৩০০ কোটি ইউরো বা ১,৬০০ কোটি ডলার পরিমাণ অর্থসাহায্য দিয়েছে, বলে বার্লিনের উন্নয়ন সাহায্য মন্ত্রক জানিয়েছে৷ এছাড়া জার্মানি ইরাককে সামরিক সরঞ্জাম প্রদান করেছে এবং ইরাকি নিরাপত্তা বাহিনী ও তাদের মিত্রদের প্রশিক্ষণের ব্যবস্থা করেছে৷

পুনর্গঠন চলেছে, তবে ধীরগতিতে

প্রধানমন্ত্রী আল-আবাদি গতবছর ইরাকে ‘ইসলামিক স্টেট' গোষ্ঠীর পরাজয়ের কথা ঘোষণা করেন৷ অতঃপর ইরাক সরকার আইএস-এর বিরুদ্ধে যুদ্ধে ধ্বংসপ্রাপ্ত এলাকাগুলির পুনর্গঠনকে অগ্রাধিকার দিয়েছেন৷

কিন্তু দেশের নিরাপত্তা পরিস্থিতি পূর্বাপর নাজুক এবং সারা দেশে সন্ত্রাসী আক্রমণের সম্ভাবনা পুরোমাত্রায় বর্তমান৷ এ বছরের সূচনায় বাগদাদে একটি দ্বিবিধ আত্মঘাতী বোমা আক্রমণে ৪০ জন ব্যক্তি প্রাণ হারান, আইএস যে আক্রমণের জন্য নিজেদের দায়ী বলে ঘোষণা করে৷ রাজ্যাঞ্চল খোয়ানো সত্ত্বেও ইরাকে আইএস-এর দৌরাত্ম্য চালু থাকবে বলেই ধরে নেওয়া হচ্ছে৷

এসি/ডিজি (ডিপিএ. ইপিডি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান