ইউক্রেনের সাংবাদিকদের বিশেষ পুলিৎজার সম্মান
১০ মে ২০২২সোমবার এবারের পুলিৎজারের তালিকা ঘোষণা করেছে অ্যামেরিকার কলম্বিয়া বিশ্ববিদ্যালয়। সাংবাদিকতায় এটাই অ্যামেরিকায় সর্বোচ্চ সম্মান। গোটা বিশ্বেই এই সম্মান অত্যন্ত জনপ্রিয়।
এবারের পুলিৎজার ঘোষণায় ইউক্রেনের সাংবাদিকদের নাম বিশেষভাবে ঘোষণা করা হয়েছে। বলা হয়েছে, পুলিৎজার বোর্ড যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনের সাংবাদিকদের কথা বিশেষ করে উল্লেখ করতে পেরে সম্মানিত বোধ করছে। বলা হয়েছে, বোমারু হামলা, মৃত্যুকে উপেক্ষা করে যেভাবে ইউক্রেনের সাংবাদিকরা সত্যনিষ্ঠ সাংবাদিকতা করছেন, তা অভূতপূর্ব। পুলিৎজার বোর্ড তাদের কুর্নিশ জানায়।
ইউক্রেনে এখনো পর্যন্ত সাতজন সাংবাদিকের মৃত্যু হয়েছে। তার মধ্যে তিনজন ইউক্রেনীয়।
ওয়াশিংটন পোস্টের পুরস্কার
২০২১ সালের ৬ জানুয়ারি অ্যামেরিকার ক্যাপিটল ভবনে হামলা হয়েছিল। সেই খবর করার জন্য পুরস্কৃত করা হয়েছে ওয়াশিংটন পোস্টকে। ওয়াশিংটন পোস্ট ওই সময় যেভাবে ৬ জানুয়ারির ঘটনার প্রতিবেদন করেছিল, তার প্রশংসা করা হয়েছে। ওই একই ঘটনার জন্য ব্রেকিং নিউজ বিভাগে গেটি ইমেজকে পুরস্কৃত করা হয়েছে।
একটি কারখানার দূষণ নিয়ে অনুসন্ধানী রিপোর্ট করার জন্য পুরস্কৃত করা হয়েছে ছোট সংগঠন দ্য টাম্পা বে টাইমসকে।
ফিকশন বিভাগের পুরস্কার এবার পেয়েছেন জোশুয়া কোহেন। সাবেক ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে নিয়ে লিখেছেন জোশুয়া। কল্পিত ফিকশনে দেখানো হয়েছে, কীভাবে একটি অ্যাকাডেমিতে কাজ খুঁজতে এসেছেন নেতানিয়াহুর বাবা।
নাটক বিভাগের পুরস্কার পেয়েছেন জেমস আইজেমস। হ্যামলেটের ছায়া অবলম্বনে তৈরি তার নাটকের প্রেক্ষাপট অ্যামেরিকা এক কৃষ্ণাঙ্গ পরিবারের লড়াই।
মিয়ামি হেরাল্ডকে এবছর পুরস্কৃত করা হয়েছে।
এসজি/জিএইচ (রয়টার্স, এপি)