1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্রথমবারের মত পুলিৎজার পেল অনলাইন ওয়েবসাইট

১৩ এপ্রিল ২০১০

সাংবাদিকতার জগতে সর্বোচ্চ পুরস্কার হিসেবে বিবেচিত হয়ে থাকে পুলিৎজার পুরস্কার৷ প্রতি বছর এই পুরস্কার দেওয়া হয়ে থাকে সাহসী ও কৃতিত্বপূর্ণ সাংবাদিকতার জন্য৷

https://p.dw.com/p/Mupt
ছবি: AP

এবছরও পুলিৎজার পুরস্কারের ঘোষণা দেওয়া হয়েছে৷ এবং এতে প্রথমবারের মত একটি অনলাইন ওয়েবসাইটকে পুলিৎজার পুরস্কারের জন্য বাছাই করা হয়েছে৷ প্রো পাবলিকা নামের এই ওয়েবসাইটটি বিশ্বের অনলাইন সাংবাদিকতার অন্যতম পথিকৃৎ হিসেবে পরিচিত৷ সোমবার এর সাংবাদিক শেরি ফিংককে অনুসন্ধানী সাংবাদিকতার জন্য এই সর্বোচ্চ সম্মানে ভূষিত করে যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া ইউনিভার্সিটির পুলিৎজার প্রাইজ বোর্ড৷ যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্সে ঘুর্ণিঝড় ক্যাটরিনার কয়েকদিন পর সেখানকার হাসপাতালগুলোতে যে দুঃসহ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল তার ওপর অনুসন্ধানী প্রতিবেদন লিখেছিলেন শেরি ফিংক৷ চিকিৎসা সুবিধা না থাকায় একের পর এক মৃত্যুর করুণ কাহিনী ফুঠে উঠে তার অনুসন্ধানী সাংবাদিকতায়৷ তাঁর এই প্রতিবেদন নিউইয়র্ক টাইমস এবং প্রো পাবলিকা তে ছাপা হয় যা গোটা বিশ্বেই আলোচনা সমালোচনার ঝড় তোলে৷ নির্বাচকরা এই পুরস্কার দিতে গিয়ে বলেন, হারিকেন ক্যাটরিনার পর হাসপাতালগুলোতে চিকিৎসকদের সামনে জীবন মৃত্যুর ঘটনাপঞ্জী উঠেছে এসেছে এই কাহিনীতে৷ উল্লেখ্য, প্রো পাবলিকা একটি অলাভজনক প্রতিষ্ঠান৷ বিশ্বজুড়ে সংবাদ মাধ্যমগুলো যখন বাণিজ্যিকীকরণের হাতে বন্দী তখন এই ধরণের একটি অলাভজনক প্রতিষ্ঠান চালানো সত্যিই দুরুহ ব্যাপার৷

Jahresrückblick 2005 August Katrina
হারিকেন ক্যাটরিনায় স্বজনহারাদের শোকছবি: AP

এদিকে এই বছর সর্বোচ্চ সংখ্যক পুরস্কার পেয়েছে ওয়াশিংটন পোস্ট৷ পত্রিকাটির সাংবাদিক এ্যান্থনি শাদিদ যিনি এখন নিউইয়র্ক টাইমস এর জন্য কাজ করছেন, তিনি আন্তর্জাতিক সাংবাদিকতার জন্য পুলিৎজার পুরস্কার পেয়েছেন৷ ওয়াশিংটন পোস্টের ফিচার সাংবাদিক জিন ওয়েইনগার্টেনও এবার নির্বাচিত হয়েছেন সেরা ফিচারের জন্য৷ তার ফিচার ছিলো দুই বাবা মার ওপর যারা ভুল করে তাদের সন্তানদের গাড়িতে আটকে রেখে চলে যান এবং তার ফলে বাচ্চাগুলোর মৃত্যু ঘটে৷ অনুসন্ধানী সাংবাদিকতার জন্য আরও দুইজনকে এবার নির্বাচিত করা হয়েছে, তারা হলেন, ফিলাডেলফিয়া ডেইলি নিউজের দুই সাংবাদিক বারবারা লেকার এবং ওয়েনডি রুডারম্যান৷ মাদক চক্রের সঙ্গে পুলিশের জড়িত থাকার চাঞ্চল্যকর ঘটনা তারা খুজে বের করেছিলেন তাঁদের অনুসন্ধানে৷

প্রতিবেদক: রিয়াজুল ইসলাম, সম্পাদনা: ফাহমিদা সুলতানা