1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
চলচ্চিত্রভারত

৯০ বছর বয়সে প্রয়াত শ্যাম বেনেগাল

২৪ ডিসেম্বর ২০২৪

হিন্দি সিনেমার জগতে সমান্তরাল ছবির অন্যতম পুরোধা শ্যাম বেনেগাল প্রয়াত। তার বয়স হয়েছিল ৯০ বছর।

https://p.dw.com/p/4oXRE
ভারতীয় সিনেমা পরিচালক শ্যাম বেনেগাল।
হিন্দি সমান্তরাল সিনেমার অন্যতম পুরোধা শ্যাম বেনেগাল প্রয়াত। ছবি: Sujit Jaiswal/AFP

গত ১৪ ডিসেম্বর শ্যাম বেনেগাল ৯০ বছরে পা দেন। শাবানা আজমি, নাসিরুদ্দিন শাহ-সহ বেশ কিছু তারকা ও অনুগামী এসেছিলেন তার সঙ্গে দেখা করতে। তখনো তিনি অসুস্থ ছিলেন। তার দিন কয়েক পরেই তিনি হাসপাতালে ভর্তি হন। সোমবার মুম্বইতে তিনি মারা য়ান।

তার মেয়ে পিয়া বেনেগাল জানিয়েছেন, ''শ্যাম বেনেগাল বহু বছর ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন। সেই অসুখ জটিল আকার নেয়। সোমবার সন্ধ্যা ছয়টা ৩৮ মিনিট নাগাদ তিনি প্রয়াত হয়েছেন।''

তার ৯০তম জন্মদিনেও শ্যাম বেনেগাল সংবাদসংস্থা পিটিআই-কে বলেছিলেন, ''আমি গোটা তিনেক প্রোজেক্ট নিয়ে কাজ করছি। শেষ পর্যন্ত কোনটা করব তা ঠিক করিনি। তবে বড় পর্দার জন্যই সিনেমা করব।'' সেই সিনেমা আর করা হয়ে উঠলো না শ্য়াম বেনেগালের।

২০২৩ সালে মুক্তি পেয়েছিল শ্যাম বেনেগালের সিনেমা 'মুজিব: দ্য মেকিং অফ আ নেশন'

শ্যাম বেনেগাল কাহিনিচিত্রের জগতে আসেন অঙ্কুর-এর মধ্যে দিয়ে। সেই সিনেমারও ৫০ বছর পূর্তি হয়েছে এই বছর। প্রথম ছবিতেই সত্যজিৎ রায়ের প্রশংসা আদায় করে নিয়েছিলেন তিনি। তারপর একের পর এক অসাধারণ সিনেমা উপহার দিয়েছেন শ্যাম বেনেগাল। 'নিশান্ত', 'মন্থন', 'ভূমিকা', 'সূরয কি সাতবা ঘোড়া', 'জুনুন', 'সর্দারি বেগম'-সহ তার তৈরি সিনেমাগুলি আলোড়ন তুলেছে, ভাবিয়েছে, হিন্দি ছবির জগতে নাসিরুদ্দিস শাহ, সাবানা আজমি, স্মিতা পাটিল, ওম পুরীরা উঠে এসেছেন তার ও অন্য সমান্তরাল ছবিনির্মাতাদের হাত ধরে।

১৯৮০ থেকে ১৯৮৬ পর্যন্ত তিনি ছিলেন ন্যাশনাল ফিল্ম ডেভলাপমেন্ট কর্পোরেশনের ডিরেক্টর।

শ্যাম বেনেগাল চলে গেলেন। আরো এক মহারথীকে হারালো ভারতের চলচ্চিত্র জগত।

জিএইচ/এসজি(পিটিআই, এএনআই)