বিদায় হিউস্টন
১২ ফেব্রুয়ারি ২০১২এদিকে আজ মার্কিন সময় রবিবার রাতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৫৪তম গ্র্যামি অ্যাওয়ার্ডস৷ নিয়ম অনুযায়ী এর আগের রাত অর্থাৎ শনিবার একটি প্রি-অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যোগ দিতে ঐ হোটেলে উঠেছিলেন হিউস্টন৷ পুলিশ ঘটনার তদন্ত করছে৷
ছয়টি গ্র্যামি, দুটি এমি আর ৩০টি বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ডসহ মোট ৪১৫টি পুরস্কার পেয়েছিলেন হিউস্টন৷ তাঁর বিখ্যাত গানের মধ্যে রয়েছে ‘আই উইল অলওয়েজ লাভ ইউ', ‘সেভিং অল মাই লাভ ফর ইউ' ইত্যাদি৷
গত শতকের আশি ও নব্বইয়ের দশকে মার্কিন পপ সঙ্গীত জগতের অন্যতম এক নাম ছিলেন হিউস্টন৷ এছাড়া অভিনয় করেছেন ‘বডিগার্ড' নামে একটি ছবিতে৷ কাজ করেছেন ছবির প্রযোজক আর ফ্যাশন মডেল হিসেবেও৷
তাঁর মৃত্যুর খবরে সংগীত জগতে নেমে এসেছে শোকের ছায়া৷ জনপ্রিয় গায়ক লিওনেল রিচি বলছেন, হিউস্টনের কন্ঠে জাদু ছিল৷
১৯৬৩ সালের ৯ আগস্ট নিউ জার্সিতে এক সঙ্গীত পরিবারে জন্মেছিলেন হিউস্টন৷ বিয়ে করেছিলেন আরেক সঙ্গীত শিল্পী ববি ব্রাউনকে৷ ১৫ বছর সংসার করার পর ২০০৭ সালে তাদের ছাড়াছাড়ি হয়ে যায়৷
প্রতিবেদন: জাহিদুল হক
সম্পাদনা: আরাফাতুল ইসলাম