1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

৩০ ঘন্টা হরতালের শেষ ৬ ঘন্টা ছিল ঢিলে ঢালা

১১ জুলাই ২০১১

সমমনা ১২টি ইসলামি রাজনৈতিক দলের টানা ৩০ ঘন্টার হরতাল শেষ হয়েছে আজ দুপুর ১২টায়৷ তারা এক সংবাদ সম্মেলনে জনিয়েছে, সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস শব্দগুলো ফিরিয়ে না আনলে তারা আরো কঠোর কর্মসূচি দেবে৷

https://p.dw.com/p/11t0Y
Saarc Foara in dhaka, bangladesh, Foto: Harun Ur Rashid Swapan/DW, eingepflegt: Januar 2011, Zulieferer: Mohammad Zahidul Haque
রাস্তায় যানবাহন চলাচল ছিল প্রায় স্বাভাবিকছবি: DW/Harun Ur Rashid Swapan

টানা ৩০ ঘন্টার হরতালের আজকের শেষ ৬ ঘন্টা ছিল ঢিলে ঢালা৷ ইসলামি দলগুলোর এই হুংকার আর বক্তৃতা তাদের অফিসের গেটেই সীমাবদ্ধ ছিল৷ কোন রাস্তা বা সড়কে হরতাল সমর্থক কাউকে মিছিল বা পিকেটিং করতে দেখা যায়নি৷

রাস্তায় যানবাহন চলাচল ছিল প্রায় স্বাভাবিক৷ অফিস আদালত, ব্যাংক-বিমা ও শিল্প প্রতিষ্ঠানে কাজ হয়েছে যথারীতি৷ গতকাল সংঘর্ষের কারণে যে কাঁচপুর রণক্ষেত্রে পরিণত হয়েছিল সেখানেও আজ ছিলনা কোন উত্তাপ৷ জানালেন পুলিশের দায়িত্বরত কর্মকর্তা ইসমাইল হোসেন৷

আর এই হরতাল নিয়ে সাধারণ মানুষের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া৷ তারা মনে করেন, হরতাল দিয়ে জনদুর্ভোগ না বাড়িয়ে আলাপ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে৷

Hundreds of Bangladeshi garments workers block roads during a protest at Mirpur, Dhaka, Bangladesh, Tuesday, Oct. 10, 2006. Police used rubber bullets and tear gas Tuesday to disperse thousands of stone-throwing textile workers demanding better wages during a strike near the capital, an officer said. (AP Photo/Pavel Rahman)
গতকাল সংঘর্ষের কারণে যে কাঁচপুর রণক্ষেত্রে পরিণত হয়েছিল সেখানেও আজ ছিলনা কোন উত্তাপছবি: AP

এদিকে ১২টি সমমনা ইসলামি রাজনৈতিক দল এক সংবাদ সম্মেলনে ৩০ ঘন্টার হরতালকে সফল দাবি করেছে৷ সংবাদ সম্মেলনে বাংলাদেশ ইসলামি আন্দোলনের প্রধান মাওলানা রেজাউল করিম বলে,ন তারা দাবি আদায়ে প্রয়োজনে লাগাতার হরতাল দেবেন৷

অন্যদিকে ৩০ ঘন্টার হরতাল শেষ হওয়ার নগরীর মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন৷ তারা মনে করেন, আর হরতাল নয় সংকট নিরসনে প্রয়োজন রাজনৈতিক সমঝোতা৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য