ত্রিশ পুলিশ সদস্যের বিরুদ্ধে বিএনপির মামলা
১১ জুলাই ২০১১পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার হারুন অর রশীদ এবং সহকারী কমিশনার বিপ্লব সরকারসহ ৩০ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয় রবিবার৷ ঢাকার মহানগর হাকিম এম কে আজাদের আদালতে মামলাটি দায়ের করেন বিরোধী দলীয় সংসদ সদস্য আশরাফ উদ্দিন নিজাম৷ তিনি বলেন, ওই দিন শুধু বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদীন ফারুক আহত হওয়া ঘটনা নয়৷ তিনি মনে করেন, ওই দিনের হামলার মধ্য দিয় সব দলের সংসদ সদস্যদের অপমান করা হয়েছে৷ ভূলুণ্ঠিত হয়েছে জাতীয় সংসদের মান- মর্যাদা৷ তিনি মনে করেন, এর প্রতিকার হওয়া প্রয়োজন৷ তাই বিবেকের তাড়নায় মামলা করেছেন৷
আদালত মামলাটি আমলে নিয়ে ঢাকা মহানগর পুলিশ কমিশনারকে ঘটনার তদন্ত এবং আগামী ১০ই আগস্টের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন৷ মামলার আইনজীবী সানাউল্লাহ মিয়া বলেন , এই দিন আদালতে শুনানিও হবে৷
বুধবারের ঘটনায় পুলিশ আগেই শেরে বাংলা নগর থানায় জয়নুল আবদীন ফারুকসহ বিরোধী দলের কয়েকজন সংসদ সদস্যের বিরুদ্ধে মামলা করে৷ আর বিরোধী দলের সংসদ সদস্যরা মামলা করতে গেলে থানা তা নেয়নি৷ থানা মামলা না নেয়ায় শেষ পর্যন্ত তাঁরা রোববার আদালতে মামলা করলেন৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: হোসাইন আব্দুল হাই