1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

২৩২টি আসন পেল আওয়ামী লীগ

হারুন উর রশীদ স্বপন, ঢাকা৬ জানুয়ারি ২০১৪

একতরফা ১০ম জাতীয় সংসদ নির্বাচনে এ পর্যন্ত ২৩২টি আসন পেয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ৷ এর পরের অবস্থানে আছে জাতীয় পার্টি৷ এছাড়া, ৮টি আসনে পুনরায় ভোটগ্রহণ করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন৷

https://p.dw.com/p/1AlhO
Bangladesch Wahlen 04. Januar 2014
ছবি: picture-alliance/AP Photo

রবিবারের ১০ম জাতীয় সংসদ নির্বাচনে মোট ১৪৭টি আসনে নির্বাচন হয়৷ কারণ এর আগেই ১৫৩টি আসনের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে যান৷ নির্বাচনের ১৪৭টি আসনের মধ্যে ১৩৯টি আসনের ফলাফল ঘোষণা করা হয়েছে৷ আর বাকি ৮টি আসনে আবারো নির্বাচন হবে৷

এ পর্যন্ত নির্বাচনের ঘোষিত ফলাফলে আওয়ামী লীগ ১০৫টি আসনে জয় পেয়েছে৷ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ১২৭ জন আওয়ামী লীগ প্রার্থী৷ সব মিলিয়ে তাদের মোট আসন হলো ২৩২টি৷

জাতীয় পার্টি নির্বাচনে পেয়েছে ১৩টি আসন৷ আর বিনা প্রতিদ্বন্দ্বিতায় পেয়েছে ২০টি৷ সব মিলিয়ে জাতীয় পার্টির আসন সংখ্যা ৩৩টি৷ ওয়াকার্স পার্টি নির্বাচনে ৪টি এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২টি আসন পেয়েছে৷ সব মিলয়ে তাদের আসন ৬টি৷ জাসদ নির্বাচনে ৩টি এবং বিনা প্রতিদ্বন্বিতায় ২টি আসন পেয়েছে৷ সব মিলিয়ে তাদের আসন ৫টি৷ এছাড়া, জেপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১৷ নির্বাচনে বিএনএফ পেয়েছে একটি আসন৷ নির্বাচনে তরিকত ফেডারেশন ১৷ আর নির্বাচনে স্বতন্ত্র ১৩ জন প্রার্থী জয়ী হয়েছে৷ অর্থাৎ, ৩০০টি আসনের মধ্যে সব মিলিয়ে ২৯২টি আসনের ফলাফল চূড়ান্ত হলো৷

এই একপাক্ষিক নির্বাচনে আওয়ামী লীগ দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠাতা পেল৷ নবম জাতীয় সংসদের সর্বদলীয় নির্বাচনেও আওয়ামী লীগ দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠাতা পেয়েছিল৷ সেই নির্বাচন হয়েছির তত্ত্বাবধায়ক সরকারের অধীনে৷ এবার প্রধান বিরোধী দল বিএনপির নির্বাচন বর্জনের মধ্য দিয়ে দলীয় সরকারের অধীনে নির্বাচন হয়৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য