২০২৩ সালে জার্মানিতে রাজনৈতিক হামলা বেড়েছে
২৫ মে ২০২৪ফেডারেল ক্রিমিনাল পুলিশ অফিস, বিকেএর প্রধান হলগার ম্যুনশ মঙ্গলবার এক অনুষ্ঠানে বলেন, গত ১০ বছরে রাজনৈতিক হামলা প্রায় দ্বিগুণ হয়েছে৷ সংখ্যার হিসেবে ২০২৩ সালে মোট ৬০ হাজার ২৮টি হামলা হয়েছে৷ ২০০১ সাল থেকে এমন পরিসংখ্যান রেকর্ড করা শুরুর পর থেকে ২০২৩ সালের সংখ্যাটিই সবচেয়ে বেশি বলে জানান ম্যুনশ৷
ঐ অনুষ্ঠানে উপস্থিত থাকা জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী ন্যান্সি ফ্যাজা বলেন, ‘‘এগুলো এমন কাজ যা আমাদের উন্মুক্ত সমাজ ও বিচার ব্যবস্থার বিরুদ্ধে যায়৷ এগুলো এমন কাজ, আমাদের গণতন্ত্রের বিরুদ্ধে যায়৷''
সংখ্যা এত বাড়ার কারণ হিসেবে ইহুদিবিদ্বেষের ঘটনা বাড়া অন্যতম কারণ বলে অনুষ্ঠানে জানানো হয়৷ ৭ অক্টোবর হামাস ইসরায়েলে সন্ত্রাসী হামলা চালানোর পর ইসরায়েল হামাসের বিরুদ্ধে যুদ্ধ শুরু করলে জার্মানিতে ইহুদিবিদ্বেষের ঘটনা বাড়তে থাকে৷ ২০২২ সালের তুলনায় ২০২৩ সালে এমন ঘটনা দ্বিগুণ হয়েছে বলে জানান জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী৷
ম্যুনশ বলেন, ‘‘৭ অক্টোবরের পর থেকে পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন রূপ ধারণ করেছে৷''
জার্মানিতে সাম্প্রতিক সপ্তাহগুলোতে রাজনীতিবিদদের উপর কয়েকটি হামলাহয়েছে৷ একটি হামলার পর ইউরোপীয় সংসদের এক সদস্যকে মারাত্মক জখম নিয়ে হাসপাতালে যেতে হয়েছে৷
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হিসেব বলছে, ডানপন্থি আদর্শে অনুপ্রাণিত হয়ে করা অপরাধের সংখ্যা গতবছর তার আগের বছরের তুলনায় প্রায় এক-চতুর্থাংশ বেড়েছে৷ এসব অপরাধের মধ্যে আছে কারও বিরুদ্ধে প্রোপাগান্ডা চালানো, সম্পত্তির ক্ষতি করা, অপমান, ঘৃণার উসকানি দেওয়া, জবরদস্তি করা ও হুমকি দেওয়া এবং সমাবেশের নিয়ম লঙ্ঘন৷
বামপন্থি আদর্শের অনুসারীদের অপরাধও ২০২৩ সালে ১১.৪৮ শতাংশ বেড়েছে৷
ডান বা বামপন্থি আদর্শে অনুপ্রাণিত সহিংস অপরাধের সংখ্যাও ২০২৩ সালে যথাক্রমে ৮.৫৫ ও ৮.৭৯ শতাংশ বেড়েছে৷
জেডএইচ/আরকেসি (ডিপিএ, ইপিএ, রয়টার্স)