1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘১৫ বছরের শিশু গ্রেপ্তার মানবাধিকার লঙ্ঘন’

২৭ জুন ২০২০

ফেসবুক পোস্টে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সমালোচনা করায় সম্প্রতি ১৫ বছরের এক শিশুকে গ্রেপ্তার করা হয়েছে৷ যা আন্তর্জাতিক মানবাধিকারের লঙ্ঘন বলে উল্লেখ করেছে হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)৷

https://p.dw.com/p/3eQx0
Human Rights Watch Logo

শনিবার ময়মনসিংহের ভালুকায় ১৫ বছরের এক শিশুকে গ্রেপ্তার করেছে পুলিশি৷ এই ঘটনাকে বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইনের গুরুতর ব্যবহার হিসেবে উল্লেখ করেছে এইচআরডব্লিউ৷

প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষমতাসীন দলের একজন স্থানীয় রাজনীতিবিদ বলেছেন ‘আমাদের মায়ের মতো নেত্রীর বিষয়ে খারাপ' কথা বলেছে শিশুটি৷ এরপরই তাকে গ্রেপ্তার করা হয়েছে৷

এইচআরডব্লিউ এর ওয়েবসাইটে সংস্থার এশিয়ার পরিচালক ব্র্যাড এডামস লিখেছেন, প্রধানমন্ত্রীর সমালোচনা করায় কাউকে গ্রেপ্তার করা মত প্রকাশের স্বাধীনতার ভয়াবহ লঙ্ঘন৷ শুধু তাই নয়, ১৮ বছরের নিচে কোনো শিশুকে সবশেষ উপায় ছাড়া আটক করার মাধ্যমে আন্তর্জাতিক মানবাধিকারেরও বরখেলাপ ঘটেছে৷

‘‘তিনি (শেখ হাসিনা) বা তার সরকারের অন্য কর্মকর্তাদের সমালোচনার জন্য যাতে কাউকে গ্রেপ্তার না করা হয় সেজন্য পুলিশকে প্রধানমন্ত্রীর প্রকাশ্যে নির্দেশ দেয়া উচিত,’’ বলেন ব্র্যাড এডামস৷ সেই সঙ্গে কিশোর সংশোধন কেন্দ্র, জেলখানা এবং অন্য বন্দী কেন্দ্রগুলোতে আটক শিশুদের মুক্ত করে দেয়ার জন্যের শেখ হাসিনার প্রতি আহবান জানিয়েছেন তিনি৷  

ইউনিসেফের হিসাবে বাংলাদেশে তিনটি কেন্দ্রে এক হাজার শিশু বিচারের অপেক্ষায় রয়েছে নয়তো ছোটখাট অপরাধে আটক রয়েছে৷ কোভিড-১৯ এর কারণে সম্প্রতি ৫০০ শিশুকে জামিন দেয়া হয়েছে৷

এফএস/এআই (এইচআরডব্লিউ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য