‘১৫ বছরের শিশু গ্রেপ্তার মানবাধিকার লঙ্ঘন’
২৭ জুন ২০২০শনিবার ময়মনসিংহের ভালুকায় ১৫ বছরের এক শিশুকে গ্রেপ্তার করেছে পুলিশি৷ এই ঘটনাকে বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইনের গুরুতর ব্যবহার হিসেবে উল্লেখ করেছে এইচআরডব্লিউ৷
প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষমতাসীন দলের একজন স্থানীয় রাজনীতিবিদ বলেছেন ‘আমাদের মায়ের মতো নেত্রীর বিষয়ে খারাপ' কথা বলেছে শিশুটি৷ এরপরই তাকে গ্রেপ্তার করা হয়েছে৷
এইচআরডব্লিউ এর ওয়েবসাইটে সংস্থার এশিয়ার পরিচালক ব্র্যাড এডামস লিখেছেন, প্রধানমন্ত্রীর সমালোচনা করায় কাউকে গ্রেপ্তার করা মত প্রকাশের স্বাধীনতার ভয়াবহ লঙ্ঘন৷ শুধু তাই নয়, ১৮ বছরের নিচে কোনো শিশুকে সবশেষ উপায় ছাড়া আটক করার মাধ্যমে আন্তর্জাতিক মানবাধিকারেরও বরখেলাপ ঘটেছে৷
‘‘তিনি (শেখ হাসিনা) বা তার সরকারের অন্য কর্মকর্তাদের সমালোচনার জন্য যাতে কাউকে গ্রেপ্তার না করা হয় সেজন্য পুলিশকে প্রধানমন্ত্রীর প্রকাশ্যে নির্দেশ দেয়া উচিত,’’ বলেন ব্র্যাড এডামস৷ সেই সঙ্গে কিশোর সংশোধন কেন্দ্র, জেলখানা এবং অন্য বন্দী কেন্দ্রগুলোতে আটক শিশুদের মুক্ত করে দেয়ার জন্যের শেখ হাসিনার প্রতি আহবান জানিয়েছেন তিনি৷
ইউনিসেফের হিসাবে বাংলাদেশে তিনটি কেন্দ্রে এক হাজার শিশু বিচারের অপেক্ষায় রয়েছে নয়তো ছোটখাট অপরাধে আটক রয়েছে৷ কোভিড-১৯ এর কারণে সম্প্রতি ৫০০ শিশুকে জামিন দেয়া হয়েছে৷
এফএস/এআই (এইচআরডব্লিউ)