বড়দের রোওলিং
২৪ ফেব্রুয়ারি ২০১২সাতটি বই'য়ে হ্যারি পটারের কাহিনি প্রকাশিত হয় ১৯৯৭ থেকে ২০০৭ সাল অবধি এবং বিক্রি হয় বিশ্বব্যাপী ৪৫ কোটি৷ ওয়ার্নার ব্রাদার্সের তৈরি আটটি হ্যারি পটার ছবি বক্স অফিসে কামায় ৭৭০ কোটি ডলার৷ আরো বড় কথা, রোওলিং স্বয়ং নাকি ইংল্যান্ডের রানির চেয়েও বেশি ধনী হয়ে ওঠেন!
রোওলিং নিজেও স্বীকার করেছেন যে, হ্যারির সাফল্যই তাকে নতুন কিছু করার এই স্বাধীনতা এনে দিয়েছে৷ এবং সেই নতুন কিছু করার সঙ্গে সঙ্গে তিনি প্রকাশক বদলানোও সমীচীন বলে মনে করেছেন৷ ব্লুমসবেরি'র বদলে এবার তার প্রকাশক হবে লিটল, ব্রাউন অ্যান্ড কোম্পানি - তার ‘‘লেখক জীবনের এই নতুন পর্যায়ে'', বলেছেন রোওলিং৷
রোওলিং কি একটিই নতুন উপন্যাস লিখছেন, না এটাও কি একটি সিরিজে পর্যবসিত হবে, সে'বিষয়ে রোওলিং কিছু বলেননি৷ তবে বইটি দৃশ্যত ছাপার হরফে এবং ই-বুক হিসেবে প্রকাশিত হবে৷ আন্তর্জাতিকভাবে পুস্তক শিল্প ই-বুক'এর দিতে এগোতে গিয়ে বেশ কিছু ধাক্কা খাচ্ছে৷ কিন্তু রোওলিং তথা হ্যারি পটারের'এর অগণিত প্রাপ্তবয়স্ক ভক্তের পরিপ্রেক্ষিতে সেখানেও একটি ‘ব্রেক-থ্রু'-র ব্যবস্থা করা এক রোওলিং'এর পক্ষেই সম্ভব বলে মনে করা হচ্ছে৷
তবে হ্যারি ছিল যাকে বলে কিনা ‘পিওর ম্যাজিক'৷ রোওলিং গতবছরই তার ওয়েবসাইটে ‘‘হ্যারির সঙ্গে (তার) সম্পর্কের অন্ত'' ঘোষণা করেন৷ এখন ‘বড়দের বই' লিখেও তিনি অনুরূপ সাফল্য পাবেন কিনা, সেটা দেখতে হবে৷
প্রতিবেদন: অরুণ শঙ্কর চৌধুরী
সম্পাদনা: সঞ্জীব বর্মন