1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হ্যারি পটারের জগতে এবার উঁকি দিতে পারবে সাধারণ মানুষ

১৬ আগস্ট ২০১১

লন্ডনের কাছে হ্যারি পটার ছবির স্টুডিও আগামী বছর থেকে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হচ্ছে৷ ফলে ছোট-বড় ভক্তরা সেই মায়াবী পরিবেশের স্বাদ পেতে চলেছে৷

https://p.dw.com/p/12H5f
রূপোলি পর্দায় আর দেখা না পেলেও অমর হয়ে থাকবে হ্যারি পটারছবি: AP

হ্যারি পটার ভক্তদের জন্য সুখবর৷ পটার সিরিজের ছবি তৈরি বন্ধ হয়ে যাওয়ায় তারা এতদিন বেশ মুষড়ে পড়েছিলেন৷ এ যেন এক একান্নবর্তী পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ার মতো৷ শুধু হ্যারি ও তার বন্ধুবান্ধব বা শত্রুদের নিয়েই মাতামাতি নয়, ‘হগওয়ার্ট স্কুল' বা জাদু বিদ্যালয়ের ‘গ্রেট হল', ডাম্বলডোর'এর দপ্তর থেকে শুরু করে কল্পনার এই জগত তাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে পড়েছিল৷

হ্যারি পটার'এর সেই মায়াবী জগতকে এবার একেবারে হাতের মুঠোয় এনে দেওয়ার তোড়জোড় চলছে৷ ওয়ার্নার ব্রাদার্স আগামী বছর লন্ডনের কাছে হ্যারি পটার ছবির স্টুডিও'র দরজা খুলে দিচ্ছে দর্শনার্থীদের জন্য৷ বড়রা ২৮ পাউন্ড, ছোটরা ২১ পাউন্ডের টিকিট কিনে প্রবেশ করতে পারবে কল্পনার সেই জগতে৷ আগামী ১৩ই অক্টোবর থেকেই টিকিট বিক্রি শুরু হয়ে যাচ্ছে৷

Filmszene Harry Potter und der Orden des Phönix
স্টুডিও’র এমন সেট’এ পা রাখার রোমাঞ্চই আলাদাছবি: 2007 Warner Bros. Ent.

লন্ডনের উত্তর-পশ্চিমে লিভসডেন, ওয়াটফোর্ড'এ প্রায় দেড় লক্ষ বর্গ ফুট আয়তনের এই স্টুডিওতে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে হ্যারি পটার ছবির সেট তৈরি করা হয়েছিল৷ অন্য ছবির ক্ষেত্রে শুটিং'এর পর সেট খুলে ফেলা হয়৷ কিন্তু পটার সিরিজের এতগুলি ছবি সেখানে তৈরি হওয়ায় লিভসডেন কার্যত স্থায়ী স্টুডিও হয়ে দাঁড়ায়৷ এবার পটার-ভক্তদের ঢল নামলে শুধু টিকিট বিক্রি করেই মুনাফার স্বপ্ন দেখছেন আয়োজকরা৷

হ্যারি পটার চরিত্রকে যিনি ছোট-বড় দর্শকদের কাছে জীবন্ত করে তুলেছেন, সেই ড্যানিয়েল ব়্যাডক্লিফ বলেন, এই স্টুডিওর জাদুময় পরিবেশে তিনি অনেকগুলি বছর কাটিয়েছেন৷ এবার সাধারণ মানুষও সেই অসাধারণ পরিবেশের স্বাদ পাবেন৷ তাছাড়া সেটে দাঁড়িয়ে সময় নিয়ে সবকিছু দেখলে আরও অনেক খুঁটিনাটি বিষয় চোখে পড়বে, যা রূপোলি পর্দার দ্রুত পট পরিবর্তনের সময় কেউ হয়তো খেয়াল করে নি৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন

সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান