হিজড়াদের নিয়ে রাওলিংয়ের মন্তব্য ‘মুক্তমতের মূল্য’: বিবিসি
২৪ ডিসেম্বর ২০২০২০১৭ সাল থেকে ব্রিটিশ লেখক, দার্শনিক বার্ট্রান্ড রাসেলের নামে লেখক, সাংবাদিকদের পুরস্কার দিয়ে আসছে বিবিসি৷ এ বছর পুরস্কারের জন্য মনোনীতদের তালিকায় জে কে রাওলিংকে রাখায় যেমন প্রতিবাদের ঝড় উঠছে, আগের বছরগুলোতে অবশ্য এমন কখনো হয়নি৷
সম্প্রতি এক লেখায় হ্যারি পটারের স্রষ্টা রাওলিংজেন্ডারদেরও মেয়েদের টয়লেটে প্রবেশাধিকার দেয়ার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন৷ তার মতে, ট্র্যান্স জেন্ডারদের নিয়ে অ্যাক্টিভিজম যে জায়গায় পৌঁছেছে তাতে নারীত্বের ধারণাটাই ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যেতে পারে৷
তুমুল বিতর্কের জন্ম দেয়া লেখাটিতে রাওলিং লিখেছেন, ‘‘আমি ট্র্যান্স নারীদের নিরাপত্তা চাই৷ তবে একই সঙ্গে আমি জন্মগতভাবে যারা মেয়ে বা নারী, তাদের নিরাপত্তাও কম চাই না৷ নিজেকে নারী মনে করেন এমন যে কোনো মানুষের জন্য যদি বাথরুম বা চেঞ্জরুম খোলা রাখা হয়, তাহলে আমি বলছি, দরজাটা যে মানুষই ভেতরে ঢুকতে চায় তার জন্যই খুলে দিন!’’
তার এ মন্তব্য খুব সমালোচিত হয়৷ হ্যারি পটার তারকা এমা ওয়াটসন এবং ড্যানিয়েল র্যাডক্লিফসহ অনেকেই রাওয়ালিংয়ের সঙ্গে ভিন্নমত পোষণ করেন৷
রা্সেল পুরস্কারে মনোনীতদের মাঝে রাওলিংকেও রাখায় বিবিসিও পড়েছে তোপের মুখে৷ তারপরও নিজেদের অবস্থান থেকে সরেনি তারা৷ এক বিবৃতিতে ব্রিটেনের এই সংবাদ মাধ্যম বলেছে, রাসেলের মন্তব্য ‘মুক্তমতের মূল্য’৷ তারা আরো জানায়, প্রবল বিরোধিতা এবং নানা ধরনের আক্রমণের শিকার হবেন জেনেও জে কে রাওলিং যে সাহস করে বিষয়টি নিয়ে খোলাখুলি লিখেছেন, সে কারণেই মনোনয়ন দেয়া হয়েছে তাকে৷ বিবিসি আরো জানায়, রাওলিংকে মনোনয়ন দেয়ার মানে এই নয় যে তিনি যা বলেছেন বিবিসি তা সমর্থন সমর্থন করে৷
এসিবি/কেএম