1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিএনপি’র আল্টিমেটাম

৮ এপ্রিল ২০১২

বিরোধী নেত্রী বেগম খালেদা জিয়া দলের কার্যনির্বাহী কমিটির বৈঠকে বলেছেন ১০ই জুনের মধ্যে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে না আনা হলে সরকার পতনের আন্দোলন শুরু হবে৷

https://p.dw.com/p/14ZYY
ছবি: Reuters

বিএনপির কার্যনির্বাহী কমিটির সর্বশেষ সভা হয়েছিলো গত বছরের ২৩শে এপ্রিল৷ রোববারে সভায় কার্যনির্বাহী কমিটির ৩৮৬ জন সদস্যসহ স্থায়ী কমিটির সদস্য এবং কেন্দ্রীয় নেতা মিলে মোট ৪২০ জন যোগ দিয়েছেন৷ দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া সভার উদ্বোধনী বক্তৃতায় দেশে একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য আগামী ১০ই জুনের মধ্যে সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার আল্টিমেটাম দিয়েছেন৷ তিনি বলেন, এই সময়ের মধ্যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে না আনলে ১১ই জুনের মহাসমাবেশ থেকে সরকার পতনের আন্দোলন কর্মসূচি ঘোষণা হতে পারে৷ তিনি দলের নেতা-কর্মীদের সেই আন্দোলনের জন্য ঐক্যবদ্ধভাবে প্রস্তুত হতে বলেছেন৷

খালেদা জিয়া বলেন যতই দিন যাচ্ছে বিরোধীদলের গতিশীল রাজনীতির প্রয়োজনীয়তা দেশের মানুষ বেশি করে অনুভব করছে৷ সরকার দেশের মানুষকে বিভ্রান্ত করতে অপপ্রচার চালাচ্ছে, এমন অভিযোগ করেন খালেদা৷ তিনি বলেন, বিরোধী দলের নেতা-কর্মীদের ওপর চলছে সরকারের হামলা-মামলা৷

বিরোধী নেত্রী তার দলের নেতা-কর্মীদের ঐক্যকে আরো সুদৃঢ় করে আন্দোলনের প্রস্তুতি নিতে বলেছেন৷ বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী প্রতি ছয় মাস পর পর কার্যনির্বাহী কমিটির বৈঠক হওয়ার নিয়ম৷ তবে ২০০৯ সালে দলের ৫ম কাউন্সিল হওয়ার পর ২০১০ সালের ৩১শে জুলাই কার্যনির্বাহী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়৷ এরপর গত বছরের ২৩শে এপ্রিল অনুষ্ঠিত হয় ২য় সভা৷ আর রোববার অনুষ্ঠিত হল ৩য় সভা৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: রিয়াজুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য