মহাসমাবেশ
১৪ মার্চ ২০১২ঢাকার বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের নেতৃত্বে ১৪ দলের মহাসমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিযোগ করেন, বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া যুদ্ধাপরাধীদের রক্ষায় মাঠে নেমে আন্দোলনের নামে দেশে বিশৃংখলা সৃষ্টির ষড়যন্ত্র করছেন৷ কিন্তু তাঁর সে চেষ্টা সফল হবেনা৷ বাংলাদেশে যুদ্ধাপরাধীদের বিচার কেউ ঠেকাতে পারবেনা৷
প্রধানমন্ত্রী বলেন, খালেদা জিয়া বাংলাদেশেকে পাকিস্তান বানাতে চান৷ তিনি পাকিস্তানের কাছ থেকে টাকা নিয়ে ১৯৯১ সালে নির্বাচন করেছেন৷ তাই তাঁর ইচ্ছা হলে তিনি পাকিস্তান চলে যেতে পারেন৷
শেখ হাসিনা বলেন, তাঁর সরকারের আমলে, অর্থাৎ তিন বছরে যতো নির্বাচন হয়েছে, সবই অবাধ এবং নিরপেক্ষ হয়েছে৷ তাই আগামী জাতীয় নির্বাচনও সবারকাছে গ্রহণযোগ্য এবং নিরপেক্ষ হবে৷ শুধু তাই নয়, বাংলাদেশে আর কেউ পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে পারবেনা, বলেন প্রধানমন্ত্রী৷ শেখ হাসিনা বলেন, তাঁর সরকারের সময় দেশে গণতন্ত্র বিকশিত হয়েছে৷ আর সংবাদ মাধ্যম সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে৷
১৪ দলের এই মহাসমাবেশে আওয়ামী লীগ ছাড়াও জোট নেতারা বক্তব্য রাখেন৷ প্রসঙ্গত, সোমবার প্রধান বিরোধী দল বিএনপি'র মহাসমাবেশের একদিন পর, শাসক জোটের এই মহাসমাবেশ অনুষ্ঠিত হল৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: দেবারতি গুহ