বৌদ্ধ বসতিতে হামলা
৭ অক্টোবর ২০১২রামুতে বৌদ্ধ বসতিতে হামলার পর আটক করা হয় ট্রাকের হেলপার রমজান আলিকে৷ ট্রাকের ড্রাইভার না থাকায় সে ২৯শে সেপ্টেম্বর রাতে কক্সবাজার শহর থেকে ট্রাক চালিয়ে দুর্বৃত্তদের নিয়ে রামুর বৌদ্ধ পল্লীতে নিয়ে গিয়েছিল৷ রমজান আলি রবিবার বিকেলে কক্সবাজার ম্যাজিষ্ট্রেট আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে৷ সে জানিয়েছে হামলাকারীরা ধ্বংসযজ্ঞ চালিয়ে আবার তার ট্রাকে করেই কক্সবাজার শহরে ফিরে যায়৷ সে তাদের মধ্যে যাদের চেনে তাদের নাম জানিয়েছে আদালতকে৷ যা ডয়চে ভেলেকে জানান স্থানীয় সাংবাদিক আবু তাহের৷
এদিকে ফারুক আহমেদ নামে কক্সবাজারের একজন ব্যবসায়ীকে এই হামলার পরিকল্পনাকারী সন্দেহে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে৷ কক্সবাজারে তার কম্পিউটারের দোকান থেকে ফেসবুকে কোরানের অবমাননাকর ছবি ছড়ানো হয়েছিল বলে পুলিশের দাবি৷
সোমবার কক্সবাজারের আক্রান্ত বৌদ্ধ বসতি পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: জাহিদুল হক