1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হাতুড়ি মামুনের নেই কোনো অনুশোচনা

১১ জুলাই ২০১৮

কোটা আন্দোলনে নেতৃত্ব দেওয়া বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলামকে হাতুড়ি পেটা করা ছাত্রলীগের সহ-সম্পাদক আব্দুল্লাহ আল-মামুনের একটি বক্তব্য সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়েছে৷

https://p.dw.com/p/31FQk
Dhaka Universität Demonstration Lehrer und Eltern
ছবি: bdnews24.com

কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভের সময় গত ২ জুলাই তরিকুলকে বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটের সামনে রাস্তায় ঘিরে ধরে পেটায় ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী৷ গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, ছাত্রলীগের বেশ কয়েকজন মিলে যখন লাঠি নিয়ে তরিকুলকে পেটাচ্ছিল তখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সহ-সম্পাদক সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আবদুল্লাহ আল-মামুন হাতুড়ি দিয়ে তার পিঠে ও পায়ে আঘাত করে৷

এ ঘটনার ভিডিও ও ছবি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হওয়ার পরও আইন-শৃঙ্খলা বাহিনী বা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছ থেকে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে দেখা যায়নি৷ তাই অনেকেই ধারণা করেছিলেন মামুন গা ঢাকা দিয়েছেন৷ কিন্তু মাছরাঙা টেলিভিশনকে দেয়া বক্তব্যে তিনি গর্বের সাথে জানিয়েছেন, তিনি ক্যাম্পাসেই আছেন৷ নিশ্চিন্তে ঘোরাফেরা করছেন৷ তার কোনোরকম মানসিক চাপও নেই এবং এই কৃতকর্মের জন্য তার কোনো অনুশোচনাও নেই৷

তার এই বক্তব্যের ভিডিওটি মাছরাঙার ফেসবুক পাতায় ৮ জুলাই পোস্ট করার পর তা ভাইরাল হয়ে যায়৷ এ পর্যন্ত ২ লাখেরও বেশি বার দেখা হয়েছে এটি৷ শেয়ার হয়েছে ৩ হাজার বার৷

এপিবি/ডিজি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য