হরতালে সহিংতা
২৮ অক্টোবর ২০১৩ঢাকাসহ পুরো দেশ এখন এক আতঙ্কের জনপদে পরিণত হয়েছে৷ কখন কোথায় বোমা ফাটে, কোথায় হামলা হয় কেউ জানে না৷ তিন দিনের হরতালের প্রথম দিন রোববার, সারা দেশে পাঁচজন নিহত হয়েছেন৷ যশোর, পাবনা, ফরিদপুর, পিরোজপুর এবং বগুড়ায় ওই পাঁজজন নিহত হন বলে জানা গেছে৷ এছাড়া, দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ, হামলা এবং ট্রেন ও যানবাহনে আগুন দেয়ার ঘটনা ঘটেছে বলেও খবর৷
দিনে রাজধানী ঢাকা মোটামুটি শান্ত থাকলেও রোববার রাতে নানা জায়গায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে৷ হামলা হয়েছে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তুরিন আফরোজের উত্তরার বাসাতেও৷
এইসব সহিংসতার মাঝে প্রধান দুই দলের নেতারা যেসব কথা বলছেন, তাতে দুই নেত্রীর শনিবারের ফোনালাপের পর আশার চেয়ে নিরাশার বার্তাই বেশি দিচ্ছে৷ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংলাপে সরকারের স্বচছতা নিয়ে প্রশ্ন তুলেছেন৷ তিনি বলেছেন, সরকার সংলাপের কথা বললেও তাদের অন্তর্গত স্বচ্ছতা নিয়ে সন্দিহান বিএনপি৷ তাঁর অভিযোগ, সরকার একদিকে সংলাপের কথা বলছে ঠিকই৷ কিন্তু অন্যদিকে বিরোধী নেতা-কর্মীদের ওপর দমন-পীড়ন অব্যাহত রেখেছে৷
কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী যে সর্বদলীয় সরকারেরর প্রস্তাব দিয়েছেন ওটাকে ভিত্তি ধরেই আলোচনা এগিয়ে নিতে চায় সরকার৷ বিরোধী দলের সঙ্গে সংলাপের ভিত্তি হবে সংবিধান৷
তবুও মার্কিন রাষ্ট্রদূত ড্যান মোজেনা দৌড়-ঝাপ অব্যাহত রেখেছেন৷ তিনি সহিংসতার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে আবারো সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোকে গঠনমূলক সংলাপ শুরুর আহ্বান জানিয়েছেন৷
তবে সুশাসনের জন্য নাগরিক-সুজনের সম্পাদক ড. বদিউল আলম মজুমদার ডয়চে ভেলেকে বলেন, সামনে আরো সংঘাতময় পরস্থিতি অপেক্ষা করছে৷ তিনি বলেন, আওয়ামী লীগ এবং বিএনপি কেউই ছাড় দিতে রাজি নয়৷ আওয়ামী লীগ মনে করে, সর্বদলীয় সরকারই তাদের ক্ষমতায় যাওয়ার জন্য সুবিধাজনক৷ আর বিএনপি মনে করছে, তাদের ক্ষমতায় যেতে দরকার নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার৷ তাই তারা নিজেদের প্রস্তাবের বাইরে যেতে কোনোভাবেই রাজি নয়৷ সামনের নির্বাচনে এরা কেউই পরাজিত হতে চায় না৷ তাই তাদের মধ্যে ছাড় দেয়ার কোনো মানসিকতাই নেই৷
বদিউল আলম মজুমদার মনে করেন, সংলাপের পরিবেশই এখনো সৃষ্টি হয়নি, সফল হওয়া তো দূরের কথা৷ হয়ত কোনো চাপের কারণে মুখে সংলাপের কথা বলা হচ্ছে৷ তবে বাস্তবে দুই দলই যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে –এমনই মন্তব্য তাঁর৷