1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কালো মেঘ কাটেনি

হারুন উর রশীদ স্বপন, ঢাকা২৭ অক্টোবর ২০১৩

ফোনালাপে প্রধানমন্ত্রীর আমন্ত্রণ প্রত্যাখ্যান করেননি বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া৷ তবে সোমবার নয়, মঙ্গলবার তিনদিনের হরতাল শেষে যে-কোনো দিন আলোচনায় বসতে রাজি তিনি৷ বিরোধী নেত্রী বলেছেন, হরতাল প্রত্যাহার সম্ভব নয়৷

https://p.dw.com/p/1A6h6
ছবি: Getty Images/AFP/FARJANA K. GODHULY

শনিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া টেলিফোনে প্রায় ৪০ মিনিট কথা বলেন৷ প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে রোববার থেকে তিনদিনের হরতাল প্রত্যাহারের আহ্বান জানিয়ে তাঁকে সোমবার সন্ধ্যায় গণভবনে নৈশভোজ ও আলোচনার জন্য আমন্ত্রণ জানান৷ কিন্তু হরতাল প্রত্যাহারে সম্মত হননি খালেদা জিয়া৷ বিরোধী নেত্রীর প্রেস সচিব মারুফ কামাল খান জানান, তিনদিনের হরতাল শেষ হলে তারপর তিনি আলোচনায় বসতে সম্মত আছেন৷ আর খালেদা জিয়া প্রধানমন্ত্রীকে বলেছেন সর্বদলীয় সরকারের প্রস্তাব গ্রহণযোগ্য নয়৷ তাঁর দেয়া নির্দলীয় সরকারের প্রস্তাব নীতিগতভাবে মেনে নিলে আন্দোলন কর্মসূচি স্থগিত করা হবে৷

এদিকে প্রধানমন্ত্রীর মিডিয়া বিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী জানিয়েছেন বিরোধী দলীয় নেত্রী সোমবারের আমন্ত্রণ প্রত্যাখ্যান এবং হরতাল প্রত্যাহার না করায় প্রধানমন্ত্রী দুঃখ পেয়েছেন৷ প্রধানমন্ত্রী জানিয়েছেন বিরোধী দলের আল্টিমেটাম শেষ হওয়ার আগেই সংলাপের প্রস্তাব দেয়া হয়েছে৷ তারপর হরতালের প্রশ্ন কেন আসবে? তিনি অবশ্য এখনো আশা করেন হরতাল প্রত্যাহার করে সোমবারের সংলাপের আমন্ত্রণ গ্রহণ করবেন বিরোধী দলীয় নেত্রী৷

এই পরিস্থিতি বিশ্লেষণ করে জাতীয় নির্বাচন পর্যবেক্ষক পরিষদ বা জানিপপ এর প্রধান অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমুল্লাহ ডয়চে ভেলেকে বলেন, দুই নেত্রীর টেলিফোন সংলাপ অবশ্যই অভিনন্দনযোগ্য৷ তার ওপর সংলাপের আমন্ত্রণ আশার সঞ্চার করে৷ বিরোধী দলীয় নেত্রী প্রধানমন্ত্রীর ইতিবাচক পদক্ষেপকে হরতাল প্রত্যাহারের মাধ্যমে সম্মান জানাতে পারতেন৷ তবে তিনি সংলাপে সোমবারে রাজি না হলেও হরতালের পরে বসতে রাজি হয়ছেন, এটি আশার কথা৷

কিন্তু ড. কলিমুল্লাহ মনে করেন এসব কিছুই এখনো প্রাথমিক পদক্ষেপ৷ দুই দল তাদের অনঢ় অবস্থান থেকে এখনো সরে আসেনি৷ তারা এখনো কেউ কাউকে কোনো ধরণের ছাড় দিতে চাচ্ছে না৷ তাই আলোচনা শুরু হলে সেই আলেচনায় শেষ পর্যন্ত কি ফল আসবে তা এখনই বলা যায় না৷ তিনি মনে করেন মেঘ কেটে গেছে তা ভাবার কোনো কারণ নেই৷ ভাবার কারণ নেই যে, নির্বাচন নিয়ে রাজনৈতিক সমঝোতার পথ খুলে গেছে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য