হজে যাচ্ছেন ক্রাইস্টচার্চ হামলার শিকার মুসলিমরা
৭ আগস্ট ২০১৯বাদশাহর পক্ষ থেকেই এই ২০০ জনের যাওয়া-আসা থেকে শুরু করে সব খরচ বহন করা হবে৷ ধারণা করা হচ্ছে, এজন্য মোট খরচ হবে অন্তত এক মিলিয়ন ডলার৷ মক্কার পাশাপাশি মদিনাও যাবেন নিউজিল্যান্ড থেকে আসা মুসল্লিরা৷
নিউজিল্যান্ডে সৌদি রাষ্ট্রদূত আবদুলরাহমান আল সুহাইবানি জানিয়েছেন, ১৫ মার্চ দুটি মসজিদে বন্দুকধারীর হামলায় বাদশাহ মর্মাহত হয়েছেন৷ ৫১ জনকে গুলি চালিয়ে হত্যার দায়ে অস্ট্রেলিয়ান বংশোদ্ভূত হামলাকারীর বিচার চলছে৷
ক্রাইস্টচার্চের হামলাকারী হামলার পুরো ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি সম্প্রচার করেন৷ এই ঘটনায় তার মতো অন্য অনেক শেতাঙ্গ বর্ণবাদী এমন আরো হামলায় উদ্বুদ্ধ হয়েছেন৷ সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসের এল পাসোতে এক বন্দুকধারীর গুলিতে প্রাণ হারান ২২ জন৷
সৌদি বাদশাহ অবশ্য প্রতি বছরই নিজের অতিথি হিসেবে কয়েকশ মানুষকে হজ পালনের আমন্ত্রণ জানান৷ তবে এবারই প্রথন নিউজিল্যান্ড থেকে কেউ বাদশাহী আমন্ত্রণ পেলেন৷
দুই সপ্তাহ আগে সৌদি রাষ্ট্রদূত নিজেই ক্রাইস্টচার্চে গিয়ে হজের পোশাক দেন৷ হামলার শিকার আল নুর মসজিদের ইমাম গামাল ফৌদা বলেন, ‘‘এটা দারুণ ব্যাপার৷ আধ্যাত্মিক উন্নতি লাভের এটি একটি অনন্য সুযোগ৷'' হামলা থেকে বেঁচে যাওয়াদের মধ্যে ফৌদাও একজন৷ তিনিও পেয়েছেন বাদশাহের আমন্ত্রণ৷
ফৌদা বলেন, হজে সবাই যেতে চাইলেও নিউজিল্যান্ড থেকে সৌদি আরব যাওয়ার খরচের কথা চিন্তা করে অনেকেই সেটা পিছিয়ে দেন৷ ফলে এবারের আমন্ত্রণের অনেকের জন্যই আনন্দের বার্তা নিয়ে এসেছে৷ তিনি বলেন, ‘‘হামলার ঘটনার পরও নিউজিল্যান্ডের সবাই ঐক্যবদ্ধ আছে৷ ঘৃণা আমাদের মধ্যে বিভক্তি সৃষ্টি করতে পারবে না৷ আমরা একে অপরকে ভালোবাসতে থাকবো৷''
শারীরিকভাবে সক্ষম সব মুসলিমেরই জীবদ্দশায় হজ পালনের বাধ্যবাধকতা রয়েছে৷ ফলে অনেকেই সারা জীবনের সঞ্চয় দিয়ে হলেও হজে গিয়ে থাকেন৷ বার্ষিক এই যাত্রায় পৃথিবীর নানা প্রান্ত থেকে সৌদি আরবের মক্কায় জড়ো হন প্রায় ২০ লাখ মুসলিম৷ অতীতের পাপ মুছে ফেলে স্রষ্টার কাছে ক্ষমা প্রার্থনাই এর মূল লক্ষ্য৷
এডিকে/ (এপি)