স্পেনে কাটালান নেতাদের মুক্তি রুখতে বিক্ষোভ
২৯ জানুয়ারি ২০২৪২০১৭ সালে স্পেন থেকে বিচ্ছিন্ন হতে পথে নামে স্বাধীন কাটালুনিয়ার দাবি জানানো আন্দোলনকারীরা৷ সেই সময় বহু আন্দোলনকারীকে গ্রেফতার করা হয়৷ সেই কারাবন্দি কাটালানপন্থিদের মুক্তির পরিকল্পনা রয়েছে প্রস্তাবিত একটি বিলে৷ এই বিলের বিরোধিতায় রোববার স্পেনের রাজধানী মাদ্রিদের পথে নামেন হাজার হাজার মানুষ৷
সরকারের সাথে সমঝোতায় যেতে রাজি কাটালানপন্থিরা, তাই সরকারও তাদের মুক্তির পক্ষে৷ কিন্তু বিরোধী দল পার্তিদো পপুলার (পিপি)-এর নেতৃত্বে বিশাল প্রতিবাদ-বিক্ষোভ সংগঠিত হতে দেখা যায় মাদ্রিদে৷
পিপি'র নেতা আলবের্তো নুনেজ ফেইজু ও সাবেক প্রধানমন্ত্রী মারিয়ানো রাজোয় ও মাদ্রিদ অঞ্চলের নেতা ইসাবেল দিয়াজ আয়ুসো এই প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণ করেন৷
মাদ্রিদের কেন্দ্রে প্লাজা দে এসপানায় জড়ো হন প্রায় ৪৫ হাজার মানুষ, জানাচ্ছে পুলিশ৷ অংশগ্রহণকারীদের হাতে স্প্যানিশ ও ইউরোপিয়ান ইউনিয়নের পতাকার পাশাপাশি দেখা যায় নানা ধরনের প্ল্যাকার্ড৷ কারো হাতের প্ল্যাকার্ডে লেখা ‘মুক্তি নাকচ' বা ‘বিশ্বাসঘাতক সানচেজ', যা ক্ষমতাসীন প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের উদ্দেশ্যে বলা৷
নুনেজ ফেইজুর দাবি, দেশের বেশির ভাগ মানুষ এই মুক্তির বিরুদ্ধে৷ জড়ো হওয়া জনগণকে তিনি বলেন, ‘‘যেমন দেশের জন্য আমরা ভোট দিইনি, তেমন দেশ আমাদের ওপর কেউ চাপিয়ে দিতে পারবে না৷''
সমঝোতায় নির্ভরশীল সানচেজ সরকার
গত বছর জুলাই মাসে অন্তর্বর্তীকালীন নির্বাচনে জিতে যায় সানচেজের দল৷ সরকার গঠনের পর নভেম্বর মাসে সংসদে আস্থা ভোটেও জেতে তারা৷
কিন্তু ২০১৭ সালে বিচ্ছিন্ন কাটালুনিয়ার দাবি যারা রেখেছিলেন, তাদের মুক্তির শর্তে কাটালান রাজনীতিকরা স্যানচেজ সরকারকে সমর্থন করেন৷
কাটালান রাজনীতিকদের মুক্তির প্রস্তাব সমর্থনে সংসদে একটি বিল প্রস্তাবিত হয়েছে৷ এই বিল পাস হলে ২০১৭ সালের আন্দোলনে যে সকল কর্মী যুক্ত ছিলেন বা যাদের বিরুদ্ধে সেই আন্দোলনে যুক্ত থাকার অভিযোগ রয়েছে, তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া যাবে না৷ যদিও পাস হওয়ার পর এই বিল আইন হতে সময় লাগবে কয়েক মাস৷
এসএস/এসিবি (ডিপিএ, এএফপি)