সৌরজগতে গ্রহের সন্ধান
১ নভেম্বর ২০১৩সম্প্রতি আরো কিছু নতুন গ্রহের সন্ধান পেয়েছেন নাসার বিজ্ঞানীরা৷ কিন্তু সেগুলোর বেশিরভাগই পৃথিবীর চেয়ে ভিন্ন৷ তবে গত বছর আবিষ্কৃত একটি গ্রহ বিজ্ঞানীদের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি করেছে৷ বিজ্ঞানীরা নতুন গ্রহটির নাম দিয়েছেন কেপলার-৭৮বি৷ একটি নক্ষত্রকে প্রদক্ষিণ করছে গ্রহটি, যে নক্ষত্রের আয়তন সূর্যের চেয়ে কিছুটা ছোট৷ সূর্য থেকে যার দূরত্ব ৪০০ আলোকবর্ষ৷
নাসার মহাকাশ টেলিস্কোপ কেপলার গত বছর এই গ্রহটির দেখতে পায়৷ এরপর বিভিন্ন ধরনের টেলিস্কোপের মাধ্যমে জ্যোর্তিবিদদের দুটি দল দেখার চেষ্টা করেছেন নক্ষত্র ও গ্রহটির মাঝে মাধ্যাকর্ষণ শক্তির পরিমাণ, এর ভর এবং কি পদার্থ দিয়ে এটি তৈরি৷
বিজ্ঞানীরা দেখতে পেলেন, গ্রহটি তুলনামূলক ছোট৷ পৃথিবীর চেয়ে মাত্র ২০ ভাগ বড় এটি৷ তবে এর উপরিভাগ গলিত এবং তাপমাত্রা বেশ শুষ্ক, যে কারণে সেখানে জীবনের অস্তিত্ব থাকা সম্ভব নয়৷ দুটি দল গবেষণা করে একই সিদ্ধান্তে পৌঁছেছে৷ এ সপ্তাহের জার্নাল নেচারে তাঁরা বলেছেন, কেপলার-৭৮বি'র ঘনত্ব পৃথিবীর সমান এবং এর গঠনের প্রাথমিক উপাদান পাথর ও লৌহ৷
অন্যদিকে, পৃথিবীর ঘনত্ব প্রতি ঘন সেন্টিমিটারে ৫.৫ গ্রাম, যেখানে নতুন গ্রহটির ঘনত্ব প্রতি ঘন সেন্টিমিটারে ৫.৩ গ্রাম৷
মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের জ্যোর্তিবিদ ড্রেক ডেমিং জানালেন, এসব গবেষণা থেকে তাঁরা একটি সিদ্ধান্তে পৌঁছেছেন যে, পৃথিবীর মতো যেসব গ্রহ আছে, তাদের মধ্যে কেবল বৈসাদৃশ্যই নেই, বেশ কিছু সাদৃশ্যও রয়েছে৷
এপিবি/ডিজি (রয়টার্স, এপি)