ক্যানাডীয় আইএস যোদ্ধা যুক্তরাষ্ট্রের কারাগারে
৩ অক্টোবর ২০২১মোহাম্মদ খলিফা সৌদি বংশোদ্ভূত ক্যানাডীয় নাগরিক৷ ২০১৯ সালের জানুয়ারি মাসে তাকে সিরিয়া থেকে আটক করা হয়৷
এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জানায়, সম্প্রতি ৩৮ বছর বয়সি খলিফাকে যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষের হাতে তুলে দেয়া হয়৷ ভার্জিনিয়ার আদালত তাকে জঙ্গি সংগঠন আইএস-কে সহায়তার অভিযোগে আটকাদেশ দিয়েছে বলেও বিবৃতিতে জানানো হয়৷
খলিফা ২০১৩ সালে জঙ্গি সংগঠন আইএস-এ যোগ দিতে ক্যানাডা থেকে সিরিয়ায় চলে যান৷ ভালো ইংরেজি এবং আরবি জানায় আইএস তাকে মূলত প্রোপাগান্ডা চালানোর দলে কাজ করাত বলে অভিযোগ আছে৷
বিদেশিদের, বিশেষ করে সাংবাদিক জেমস ফোলি এবং স্টিভেন সটলফের শিরশ্ছেদের ভিডিওগুলো সারা বিশ্বে আলোড়ন তোলে৷ ২০১৪ সালে প্রচার করা ওই ভিডিওগুলোর বেশ কয়েকটিতে মোহাম্মদ খলিফা কণ্ঠ দিয়েছেন বলে অভিযোগ৷
২০১৯ সালে আটক হওয়ার পর সিরিয়ার কারাগার থেকেই ক্যানাডার সংবাদমাধ্যম সিবিসি-কে দেয়া সাক্ষাৎকারে খলিফা জানিয়েছিলেন, আইএস-এর হয়ে কাজ করার কারণে তিনি অনুতপ্ত নন৷ সাক্ষাৎকারে কোনো বিচার না করার শর্তে ফেরার সুযোগ দিলে ক্যানাডায় বসবাসরত স্ত্রী এবং তিন সন্তানের কাছে যাওয়ার আগ্রহও প্রকাশ করেছিলেন তিনি৷ তবে ক্যানাডার কর্তৃপক্ষ জানিয়েছে, মোহাম্মদ খলিফাকে সে দেশেও বিচারের মুখোমুখি হতে হবে৷
এসিবি/আরআর (এএফপি)