আইএসকে সহায়তার পরিকল্পনা: বাংলাদেশি দম্পতির জেল
১০ সেপ্টেম্বর ২০২১বিজ্ঞাপন
তারা নাবিলার দুই ভাইকে সিরিয়া যেতে উৎসাহ ও আর্থিক সহায়তা দিয়েছেন৷
মার্কিন বিচার মন্ত্রণালয় বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে, গাফফারকে ১৮ মাস ও নাবিলাকে দুই বছরের কারাদণ্ড দেয়া হয়েছে৷ বিবৃতিতে বলা হয়, ‘‘তারা নাবিলা খানের ভাইদের যুক্তরাষ্ট্রের জন্য প্রত্যক্ষ হুমকি হিসেবে পরিচিত সন্ত্রাসী গোষ্ঠী আইসিসে (ইসলামিক স্টেট) যোগ দেয়ার প্রচেষ্টায় উৎসাহ জুগিয়েছেন ও আর্থিক সহায়তা দিয়েছেন৷’’
আদালতে দাখিল করা নথিপত্র বলছে, গাফফার ও নাবিলা ২০১৫ সালে ইসলামিক স্টেটে যোগ দিতে সিরিয়া যেতে নাবিলার দুই ভাইকে আর্থিক সহায়তা দিয়েছেন৷ ২০১৪ সালের সেপ্টেম্বরে তারা ঐ ভাইদের ভ্রমণ পরিকল্পনা নিয়ে আলোচনা শুরু করেন৷
জেডএইচ/এসিবি (মার্কিন বিচার মন্ত্রণালয়)