সৌদি আরবে নারী-পুরুষ এক ঘরে থাকতে বিবাহের সনদ লাগবে না
৭ অক্টোবর ২০১৯পর্যটনকে উৎসাহিত করতে সম্প্রতি বিভিন্ন পদক্ষেপ নিয়েছে সৌদি সরকার৷ সম্প্রতি দেশটির পর্যটন ও হেরিটেজ কমিশন ঘোষণা দিয়ে জানিয়ছে, এখন থেকে এক রুমে থাকতে হলে কোনো বিদেশি নারী পুরুষকে বিবাহের সনদ দেখাতে হবে না৷ তবে সৌদি নাগরিকদের জন্য তা কার্যকর হবে না৷ আগের মতোই প্রমাণ দেখাতে হবে৷
‘‘হোটেলে ওঠার সময় সব সৌদি নাগরিককে তাদের পারিবারিক পরিচয়পত্র বা সম্পর্কের প্রমাণ দেখাতে হবে,'' শুক্রবার বিজ্ঞপ্তিতে জানায় কমিশন৷ ‘‘তবে এই নিয়ম বিদেশিদের জন্য প্রযোজ্য নয়৷''
সৌদি আরব বরাবরই বিবাহ বহির্ভূত সম্পর্ককে অপরাধ বলে গণ্য করে৷ গেল সপ্তাহে তারা বিদেশি পর্যটকদের জন্য ভিসা চালু করে৷ মূল লক্ষ্য জ্বালানি তেল নির্ভর অর্থনীতিতে বৈচিত্র্য আনা৷ সৌদি কর্তৃপক্ষ এই নতুন পদক্ষেপকে ‘ঐতিহাসিক মুহূর্ত' বলে অভিহিত করেন৷
এছাড়া সৌদি নারীদেরও জন্যও আইন কিছুটা শিথিল করেছে সরকার৷ যেমন, এখন থেকে সৌদি নারীরা কোনো অভিভাবক ছাড়া নিজেরাই হোটেল বুকিং করতে পারবেন৷ সেক্ষেত্রে তাদের পরিচয়পত্র দেখালেই হবে৷ আগে কোনো সৌদি নারী অভিভাবক ছাড়া হোটেল বুক করতে পারতেন না৷
সৌদি আরব সম্প্রতি সংস্কারমূলক কিছু পদক্ষেপ চালিয়েছে৷ বিশেষ করে নারীদের বিষয়ে তাদের আইনে কিছুটা শিথিলতা সবার নজর কেড়েছে৷ যেমন, ২০১৮ সালে নারীদের গাড়ি চালানোর অনুমতি দেয়া এবং এ বছর কোনো পুরুষ অভিভাবকের অনুমতি ছাড়াই বিদেশ ভ্রমণের সুযোগ দেয়া উল্লেখযোগ্য৷
‘‘সৌদি নাগরিকসহ যে কোনো নারী হোটেলে একা চেক-ইনের সময় শুধু নিজের পরিচয়পত্র দেখালেই হবে,'' স্থানীয় সংবাদমাধ্যমকে জানিয়েছে পর্যটন কমিশন৷
কিছুটা স্বাধীনতা দিলেও নতুন আইনে পর্যটকদের ১৯টি কাজ করতে নিষেধ করেছে সৌদি কর্তৃপক্ষ৷ এর মধ্যে খোলাখুলি প্রেম ভালোবাসা দেখানো, কিংবা নামাজের সময় সঙ্গীত বাজানোসহ আরো নির্দেশনা রয়েছে৷ এছাড়া আরো বলা হয়েছে যে, নারীরা এমন কাপড় পরবেন যেন তাদের কাঁধ ও হাঁটু ঢাকা থাকে৷
নতুন পরিবর্তনগুলো ২০৩০ সাল নাগাদ ১০ কোটি পর্যটককে আকৃষ্ট করবে বলে আশা করছে সৌদি কর্তৃপক্ষ৷
জেডএ/কেএম (রয়টার্স, কেএনএ)