‘সেক্স সিম্বল' মনরো
১১ অক্টোবর ২০১৩২০১০ সালে বেভারলি হিলসের প্লাস্টিক সার্জন নরমান লিফ তাঁর একটি বইতে জানান, মনরো ১৯৫০ সালে চিবুকের প্লাস্টিক সার্জারি করিয়েছিলেন৷ এরপর নাকেরও সার্জারি করান তিনি৷ এসব খবরের সূত্র ছিলেন মনরোর চিকিৎসক ডা. মাইকেল গার্ডিন৷
এবার সেই ডা. গার্ডিনের লেখা মনরোর সার্জারি বিষয়ক ‘নোটস' ও কয়েকটি এক্স-রে-র নিলামের খবর দিয়েছে মার্কিন নিলাম কোম্পানি ‘জুলিয়েন অকশনস'৷ আগামী মাসের ১০ তারিখে বেভারলি হিলসে অবস্থিত জুলিয়েন অকশনস-এর কার্যালয়ে নিলাম অনুষ্ঠিত হবে৷ এ থেকে কোম্পানিটি ১৫ থেকে ৩০ হাজার ডলার আশা করছে৷
এক বিবৃতিতে নিলাম কোম্পানি বলেছে, ‘‘মনরোর প্লাস্টিক সার্জারি নিয়ে দর্শক ও মিডিয়ার মধ্যে অনেক গুজব রয়েছে৷ মনরোর কী ধরনের সার্জারি হয়েছে তা অনেকদিন ধরেই একটা বিস্ময় হয়ে রয়েছে৷
‘‘যেহেতু তাঁর (মনরোর) চেহারা খবুই ন্যাচারাল ছিল, তাই যখন খবর এলো তিনি ১৯৫০ সালে সার্জারি করিয়েছিলেন তখন সেটা বিশ্বাস করা কঠিন ছিল৷''
তবে জুলিয়েন অকশনস বলছে, ‘‘এত আগে, যখন প্লাস্টিক সার্জারি এত জনপ্রিয় ছিল না, তখন মনরো যে সেটা করিয়েছিলেন, নিলামে ওঠা চিকিৎসকের নোটস আর এক্স-রে-গুলো তারই প্রমাণ৷''
মাত্র ৩৬ বছরের জীবনে মেরিলিন মনরো ‘সাম লাইক ইট হট' (১৯৫৯), ‘হাউ টু ম্যারি এ মিলিওনেয়ার' (১৯৫৩), ‘জেন্টেলমেন প্রেফার ব্লন্ডস' (১৯৫৩) সহ বেশ কয়েকটি ব্লকবাস্টার মুভি উপহার দিয়েছেন৷
মনরোকে ১৯৬২ সালে তাঁর অ্যাপার্টমেন্টে মৃত অবস্থায় পাওয়া যায়৷
জেডএইচ/এসবি (এএফপি, রয়টার্স)