1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চলচ্চিত্র উৎসব

১ মার্চ ২০১২

মে মাসে অনুষ্ঠিত হবে ৬৫তম কান চলচ্চিত্র উৎসব৷ আয়োজকরা এবারের উৎসবের পোস্টার হিসেবে বেছে নিয়েছেন হলিউডের সেক্স গডেস মেরিলিন মনরো’কে৷ মেরিলিন মনরো’র বেশ কয়েকটি ছবি থেকে বেছে নেয়া হয় পোস্টারের জন্য নির্ধারিত ছবিটি৷

https://p.dw.com/p/14CHS
ছবি: AP

মেরিলিন মানেই হলিউড, হলিউড মানেই চলচ্চিত্র, আর চলচ্চিত্র মানেই গ্ল্যামার এবং শো বিজনেস৷ একটি মাত্র ছবিতেই আয়োজকরা এ সমস্ত বার্তা পৌঁছে দিতে চান চলচ্চিত্র প্রেমিকদের কাছে৷

এক সাংবাদিক সম্মেলনে আয়োজকরা জানান, মেরিলিন মনরোর মৃত্যুর ৫০ বছর পূর্তি হবে এ বছর৷ পঞ্চাশ বছর পরও মেরিলিন মনরো হলিউডের স্মৃতিতে উজ্জ্বল৷ তিনি ছিলেন রহস্যাবৃত, সুন্দরী এবং আকর্ষণীয়া৷ পঞ্চাশ বছরের মধ্যে মেরিলিন মনরো'র রূপের সঙ্গে পাল্লা দিতে পারে -- এমন কেউই হলিউডে আসেনি৷

মেরিলিন মনরোর ঠিক কোন ছবিটি বেছে নেয়া হয়েছে? যে ছবিতি তিনি নীচের দিকে তাকিয়ে আছেন এবং একটি জন্মদিনের কেকের ওপর মোমবাতি নেভাচ্ছেন৷ সেই পরিচিত ছবিটি৷

৬৫তম কান চলচ্চিত্র উৎসব শুরু হবে আগামী মে মাসের ১৬ তারিখ এবং তা চলবে ২৭ তারিখ পর্যন্ত৷

প্রতিবেদন: মারিনা জোয়ারদার

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য