1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার করবে মানবাধিকার কমিশন: ড.মিজান

১২ জুলাই ২০১১

বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা স্বাধীনভাবে তদন্ত করবে জাতীয় মানবাধিকার কমিশন৷ কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান ডয়চে ভেলেকে একথা জানিছেন৷

https://p.dw.com/p/11tDs
‘বিচার বহির্ভূত হত্যাকাণ্ডসহ মানবাধিকার লঙ্ঘনের অধিকাংশ অভিযোগই আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বিরুদ্ধে’ছবি: DW/Harun Ur Rashid Swapan

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান জানান, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডসহ মানবাধিকার লঙ্ঘনের অধিকাংশ অভিযোগই আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বিরুদ্ধে৷ আর এসব অভিযোগের তদন্ত আবার তাদেরকে দিয়েই করান হয়৷ যা ন্যায়-নীতির পরিপন্থী৷ আর এই তদন্ত বিশ্বাসযোগ্যতা পায়না৷ সাধারণ মানুষের ওই তদন্তের ওপর তেমন আস্থা নেই৷

তিনি জানান, একারণে জাতীয় মানবাধিকার কমিশন মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো যতদূর সম্ভব নিজেরাই তদন্ত করবে৷ এতদিন লোকবলের অভাবে সম্ভব না হলেও সম্প্রতি রাষ্ট্রপতি প্রয়োজনীয় লোকবলের অনুমোদন দিয়েছেন৷ অচিরেই তদন্ত কর্মকর্তা নিয়োগ দেয়া হবে৷ তিনি আশা করেন, আগামী এক মাসের মধ্যে কমিশন তাদের তদন্ত কাজ শুরু করতে পারবে৷

ড. মিজান জানান, কমিশন সব ঘটনার তদন্ত করতে পারবেনা৷ তারা বাছাই করে মানবাধিকার লঙ্ঘনের আলোচিত ঘটনাগুলো তদন্ত করবে ও প্রয়োজনীয় সুপারিশ পেশ করবে৷ আবার সাধারণ মানুষের আবেদনের প্রেক্ষিতেও তদন্তকাজ পরিচালনা করবে কমিশন৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য