1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতার আহ্বান জার্মান মন্ত্রীর

২২ জুন ২০১১

বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে হলে বাংলাদেশকে রাজনৈতিক স্থিতিশীলতা, সুশাসন, সুষ্ঠু বিচার ব্যবস্থা এবং দুর্নীতি দমনকে গুরুত্ব দিতে হবে বলে মনে করেন জার্মানির কেন্দ্রীয় অর্থনৈতিক সম্পর্ক ও উন্নয়নমন্ত্রী ডির্ক নিবেল৷

https://p.dw.com/p/11hw4
জার্মানির কেন্দ্রীয় অর্থনৈতিক সম্পর্ক ও উন্নয়নমন্ত্রী ডির্ক নিবেল (ফাইল ছবি)ছবি: picture alliance/dpa

বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী ফারুক খান বলেছেন, ২০২১ সালের মধ্যে মধ্য আয়ের দেশে পরিণত হতে জার্মানির সহযোগিতা প্রয়োজন৷ বুধবার রাতে ঢাকায় বাংলাদেশ-জার্মান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি আয়োজিত অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল ‘বাংলাদেশ এমার্জিং মার্কেট'৷ অনুষ্ঠানে বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী ফারুক খান বলেন, শুধু বাণিজ্যিক নয় জার্মানির সঙ্গে বাংলাদেশের রয়েছে ঐতিহাসিক সম্পর্ক৷ ইউরোপীয় দেশগুলোর মধ্যে জার্মানিই বাংলাদেশকে প্রথম স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছিল৷ তাঁর মতে ২০২১ সালের মধ্যে মধ্য আয়ের দেশে পরিণত হতে বাংলাদেশের জার্মানির সহায়তা প্রয়োজন৷ সহায়তা প্রয়োজন সামাজিক ক্ষেত্রেও৷

অনুষ্ঠানে জার্মানির কেন্দ্রীয় অর্থনৈতিক সম্পর্ক ও উন্নয়নমন্ত্রী ডির্ক নিবেল বলেন, জার্মান বিনিয়োগকারীরা রাজনৈতিক স্থিতিশীলতা, সুশাসন, সুষ্ঠু বিচার ব্যবস্থা এবং দুর্নীতির বিষয়টিকে গুরুত্ব দেয়৷ আর অর্থনেতিক উন্নয়নের জন্য বেসরকারি খাতকে গুরুত্ব দিতে হবে৷

তিনি বলেন, এছাড়া জার্মান ক্রেতারা মানবাধিকার, সমাজিক অবস্থা, পরিবেশ - এসবকে গুরুত্ব দেয়৷ তাই রফতানি বাড়াতে হলে বাংলাদেশের শিল্প-প্রতিষ্ঠানকে এবিষয়গুলো গুরুত্বের সঙ্গে নিতে হবে৷

অনুষ্ঠানে বাংলাদেশ-জার্মান চেম্বারের সভাপতি সাইফুল ইসলামও বক্তব্য রাখেন৷ উপস্থিত ছিলেন ইউরোপীয় ইউনিয়নের উন্নয়ন সহযোগিতা বিষয়ক কমিশনার আন্দ্রিজ পিয়েবালগসহ ব্যবসায়ী প্রতিনিধিরা৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই