1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সুপ্রিম কোর্টে আপিল করবেন ড. ইউনূস

৯ মার্চ ২০১১

গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পদ থেকে ইউনূসকে অব্যাহতির আদেশ অবৈধ ঘোষণার আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট৷ হাসিনা পুত্রের খোলা চিঠি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ফ্রেন্ডস অব গ্রামীণ৷ সবই রয়েছে গণমাধ্যমের শিরোনামে৷

https://p.dw.com/p/10Vb3
নোবেল জয়ী একমাত্র বাংলাদেশ প্রফেসর মুহাম্মদ ইউনূসছবি: DW

রিট আবেদন খারিজ

দৈনিক সমকাল লিখেছে, ‘ইউনূসের রিট খারিজ'৷ গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে ড. ইউনূসের অব্যাহতিদানের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা দু'টি রিট আবেদনই খারিজ করে দিয়েছেন হাইকোর্ট৷ মূলত বয়সের বিষয়টিকে বিবেচনায় এনে হাইকোর্ট এই রিট খারিজ করে দিয়েছেন৷ তবে, ইউনূসের আইনজীবীরা মনে করছেন, রিট খারিজের মাধ্যমে আদালত বাংলাদেশ ব্যাংকের একটি অবৈধ নোটিশকে বৈধতা দিয়েছেন৷ তাঁর কৌঁসুলি ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ বলেছেন, ‘‘আমরা এখনো মনে করি ড. ইউনূস গ্রামীণ ব্যাংকের এমডি পদে বহাল''৷ একই বিষয়ে দৈনিক ইত্তেফাকের শিরোনাম, ‘ড. ইউনূসের রিট খারিজ'৷ হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে ড. ইউনূস সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আজ আপিল দায়ের করবেন৷

রাজনীতিবিদদের প্রতিক্রিয়া

‘ইউনূস সম্মানজনক সমাধানের সুযোগ নষ্ট করেছেন' - এমনটাই দাবি করছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম৷ আদালত ন্যায় বিচারের পক্ষে রায় দিয়েছেন বলেও মনে করেন তিনি৷ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানিয়েছে এই তথ্য৷ অপর বার্তা সংস্থা বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকম এর শিরোনাম, ‘বিএনপি ক্ষমতায় গেলে সকল গুণিজনকে সম্মান দেওয়া হবে: খালেদা'৷ হাইকোর্টে ইউনূসের দুটি রিট আবেদন খারিজ হওয়ার প্রেক্ষিতে এই মন্তব্য করেন বিরোধী নেত্রী৷

আন্তর্জাতিক প্রতিক্রিয়া

প্যারিসভিত্তিক সংগঠন ফ্রেন্ডস অব ইউনূস-এর বিবৃতি প্রকাশ করেছে দ্য ডেইলি স্টার এবং দৈনিক প্রথম আলো৷ শিরোনাম, ‘জয়ের খোলা চিঠি নিয়ে ফ্রেন্ডস অব গ্রামীণের উদ্বেগ'৷ খোলা চিঠিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় দাবি করেন, ‘‘মুহাম্মদ ইউনূস গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেননি, বাংলাদেশ সরকার ব্যাংকটি প্রতিষ্ঠা করেছে''৷ এছাড়া ইউনূস এবং গ্রামীণ ব্যাংক প্রসঙ্গে স্ববিরোধী মন্তব্যও রয়েছে এই চিঠিতে৷ ফ্রেন্ডস অফ গ্রামীণ মনে করছে, জয়ের চিঠির বক্তব্যে এটা স্পষ্ট, এর পেছনে গ্রামীণ ব্যাংক ও মুহাম্মদ ইউনূসকে আক্রমণ করাই মূল লক্ষ্য, যেখানে কঠোর ব্যক্তিগত অভিমতের মাধ্যমে গ্রামীণ ব্যাংক ও মুহাম্মদ ইউনূসকে হেয়প্রতিপন্ন করা হয়েছে৷

গ্রন্থনা: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: সাগর সরওয়ার

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান