1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউনূস বিশাল প্রতারণা করেছেন: জয়

৭ মার্চ ২০১১

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভাঙচুরের ঘটনা বেশিরভাগ পত্রিকারই প্রধান খবর৷ সঙ্গে রয়েছে ছবি৷ কোনটিতে দেখা যাচ্ছে ছাত্ররা গাড়ি ভাঙছে৷ আবার কোনটিতে রয়েছে জ্বলন্ত বাসের ছবি৷ এদিকে ইত্তেফাক বলছে এই ভাঙচুর ছিল পূর্বপরিকল্পিত৷

https://p.dw.com/p/10UQ7
মুহাম্মদ ইউনূসছবি: AP

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ-পুলিশ কমিশনার মাহবুবর রহমান ইত্তেফাককে বলেন, শনিবার গভীর রাতে রেজোয়ানের মৃত্যু হলে সম্ভাব্য বিক্ষোভ ঠেকাতে পুলিশ প্রস্তুতি নিয়েছিল৷ কিন্তু শিবির ও ছাত্রদলের কতিপয় নেতা রাতে বিশ্ববিদ্যালয় হলগুলোতে বৈঠক করে বিশেষ পরিকল্পনা নেয়ায় পুলিশের প্রস্তুতি কাজে দেয়নি৷ এছাড়া কালের কন্ঠ ও ইত্তেফাকে রেজোয়ানকে নিয়ে একটি মানবিক প্রতিবেদন ছেপেছে৷ কালের কন্ঠ বলছে রেজোয়ানের গ্রামের বাড়ি বরিশালে এবং তার বাবা ছেলের পড়াশোনার খরচ জোগাতে টিউশনি করতেন৷ এছাড়া বাড়ি বাড়ি গিয়ে দোয়া ও মিলাদ পড়িয়ে সংসারের খরচ যোগান তিনি৷

ড. ইউনূস

ড. ইউনূসের করা রিট নিয়ে শুনানি চলছে৷ আজ সোমবার দুপুরে আবার সেটি শুরু হবে৷ রবিবার শুনানি চলার সময় হাইকোর্ট বলেছেন, গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পদ ছাড়া নিয়ে ড. ইউনূস অর্থমন্ত্রীকে যে চিঠি দিয়েছেন সে ব্যাপারে ‘কিছু করার' নেই৷ বিষয়টি ইউনূস ও অর্থমন্ত্রীর ব্যাপার বলে জানায় আদালত৷ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম দিয়েছে এ তথ্য৷ এছাড়া অনলাইন এই সংবাদ সংস্থাটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের একটি ইমেল নিয়ে রিপোর্ট করেছে৷ অনেকের কাছে পাঠানো ঐ ইমেলে ইউনূসকে অপরাসণের সরকারি সিদ্ধান্তের পক্ষে কিছু যুক্তি তুলে ধরেন জয়৷ গ্রামীণ ব্যাংক নিয়ে ইউনূস বিশাল প্রতারণা করেছেন বলে মন্তব্য করেন তিনি৷ এদিকে গ্রামীণ ব্যাংকে দুর্নীতির কয়েকটি ঘটনা নিয়ে বেশ বড়সড় একটি লেখা ছেপেছে কালের কন্ঠ৷ এছাড়া ইউনূস সরকারের প্রতিহিংসার শিকার বলে খালেদা জিয়া যে মন্তব্য করেছেন সেটা সব পত্রিকায় রয়েছে৷

বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

লিবিয়া থেকে ফিরতে গিয়ে তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যুর বিষয়ে গ্রিস কর্তৃপক্ষের বরাত দিয়ে ডেইলি স্টার বলছে তারা দেশে ফিরতে চান নি বলে গভীর সমুদ্রে ঝাঁপ দিয়েছিলেন৷ এদিকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে আরও ১৮ জন হাসপাতালে আছেন এবং ১৫ জন নিঁখোজ রয়েছেন৷ আর টিউনিশিয়া সীমান্তে আটকে পড়া ১৭ হাজার বাংলাদেশিকে সরিয়ে আনতে যুক্তরাষ্ট্র সাহায্যের প্রস্তাব দিয়েছে বলে জানিয়েছে বিডিনিউজ৷ পররাষ্ট্র সচিব মিজারুল কায়েস ঐ সংবাদ সংস্থাকে এ তথ্য দিয়েছেন৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়