1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
পরিবেশসুইডেন

সুইডেনে তাপমাত্রা নামলো মাইনাস ৪০ ডিগ্রিতে

৪ জানুয়ারি ২০২৪

প্রবল শৈত্যপ্রবাহের কবলে সুইডেন ও ফিনল্যান্ড। উত্তর সুইডেনে তাপমাত্রা নেমে দাঁড়িয়েছে মাইনাস ৪০ ডিগ্রিতে।

https://p.dw.com/p/4aqd9
উত্তর সুইডেনের ছবি। তাপমাত্রা মাইনাস ৪০ ডিগ্রি।
সুইডেন, ফিনল্যান্ড, নরওয়ে, ডেনমার্ক প্রবল শৈত্যপ্রবাহের কবলে পড়েছে। ছবি: Emma-Sofia Olsson/AP/picture alliance

পরপর দুই দিন ধরে সুইডেনে এই রেকর্ড তাপমাত্রা রয়েছে। এর ফলে সড়ক ও রেল যোগাযোগ বিপর্যস্ত। এর প্রভাব ডেনমার্ক ও নরওয়েতেও পড়ছে।

সুইডেনের আবহাওয়া অফিস জানিয়েছে, বুধবার দেশের অনেকগুলি জায়গায় তাপমাত্রা ছিল হিমাঙ্কের ৪০ ডিগ্রি নিচে।

দেশের উত্তরতম প্রান্ত ল্যাপল্যান্ড মাউন্টেনে তাপমাত্রা ছিল মাইনাস ৪৩ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস। ১৯৯৯ সালের পর জানুয়ারি মাসে সুইডেনে কখনো এত ঠান্ডা পড়েনি। উত্তরপূর্বের শহর উমিয়াতে এত শীত গত ১২ বছরে পড়েনি। এখানে অধিকাংশ ট্রেন বাতিল করতে হয়েছে।

বরফের উপর দিয়ে কুকুর নিয়ে চলেছে এক ব্যক্তি।
উত্তর সুইডেনের ছবি। সবকিছু বরফে ঢাকা। ছবি: Emma-Sofia Olsson/AP/picture alliance

আবহাওয়া দপ্তর জানিয়েছে, সুইডেনের উত্তরপূর্বে এবং ফিনল্য়ান্ডের উত্তরে উচ্চচাপযুক্ত শীতল হাওয়া বইছে। তার কারণেই তাপমাত্রা এতটা কমে গেছে। বলা হয়েছে, এটাই  জানুয়ারির সবচেয়ে শীতলতম দিন। গোটা জানুয়ারি মাস জুড়ে এরকম আবহাওয়াই থাকবে।

২০০১ সালে সুইডেনের স্টোরবোতে তাপমাত্রা ছিল মাইনাস ৪৪ ডিগ্রি সেলসিয়াস। সেটাই হলো সুইডেনে শীতলতম দিন।

ফিনল্যান্ডের অবস্থা

সুইডেনের প্রতিবেশী দেশ ফিনল্যান্ডে তাপমাত্রা মাইনাস ২০ থেকে ৩০-এর মধ্যে ঘোরাফেরা করছে।

ফিনল্য়ান্ডের এই এলাকায় তাপমাত্রা মাইনাস ৩২ ডিগ্রি।
ফিনল্য়ান্ডে বরফের উপর দিয়ে মানুষ চলাফেরা করছে। ছবি: ALESSANDRO RAMPAZZO/AFP

আগামী কয়েকদিনের মধ্যে তাপমাত্রা ৪০ ডিগ্রিতে নামতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

খারাপ আবহাওয়া ও বরফের জন্য দক্ষিণ ফিনল্যান্ডে কয়েকটি সড়ক বন্ধ করে দেয়া হয়েছে। ফেরি চলছে না। রেল চলাচলও বিপর্যস্ত হয়ে পড়েছে।

ডেনমার্কে পুলিশ জানিয়েছে, মানুষ যেন উত্তর ও পশ্চিম দিকে না যান। বিশেষ করে গাড়ি নিয়ে এই সব জায়গায় যাওয়া এখন খুবই বিপজ্জনক।

জিএইচ/এসজি(এপি, ডিপিএ)