1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বেইজিংয়ে রেকর্ড ঠান্ডা, চীনে শৈত্যপ্রবাহ

২৬ ডিসেম্বর ২০২৩

রেকর্ড করলো বেইজিং। সবচেয়ে বেশি সময় ধরে শূন্য়ের থেকে কম তাপমাত্রার রেকর্ড। ১৯৫১-র পর এত ঠান্ডা পড়েনি।

https://p.dw.com/p/4aZmW
বেজিংয়ে ফরবিডন সিটি দেখতে গেছেন পর্যটকরা। ২২ ডিসেম্বরের ছবি। বরফ পড়ে আছে। প্রচুর গরম জামা গায়ে দিয়েছেন পর্যটকরা।
বেজিংয়ে ডিসেম্বরে তিনশ ঘণ্টা ধরে তাপমাত্রা ছিল শূন্যের থেকে কম। ছবি: ChinaImages/Sipa USA/picture alliance

গোটা চীন জুড়ে শৈত্যপ্রবাহ চলছে। উত্তর ও উত্তরপূর্ব চীনের অবস্থা সবচেয়ে খারাপ। সেখানে কিছু জায়গায় তাপমাত্রা শূন্য়ের থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস নিচে নেমে গেছে।

রাজধানী বেইজিং তো নতুন রেকর্ড করে ফেলেছে। ১১ ডিসেম্বর থেকে বেইজিংয়ে ৩০০ ঘণ্টা ধরে তাপমাত্রা ছিল শূন্যের নিচে। রাষ্ট্রায়ত্ত্ব বেইজিং টুডে সংবাদপত্রের রিপোর্টে এই তথ্য দেয়া হয়েছে। তবে সোমবার বেইজিংয়ে দিনের তাপমাত্রা ছিল তিন ডিগ্রি ও রাতে মাইনাস সাত ডিগ্রি সেলসিয়াস।

রংচেন শহরে ২২ ডিসেম্বরের ছবি। রাস্তায় ভর্তি বরফ সরাচ্ছেন পুলিশ কর্মীরা।
বেজিংয়ের পূর্বদিকের শহর রংচেনে বরফ সরাচ্ছেন পুলিশ কর্মীরা। ছবি: Li Xinjun/Xinhua News Agency via picture alliance

চীনের আবহাওয়াঅফিস দেশের ৭৮টি আবহাওয়া কেন্দ্র থেকে রিপোর্ট নিয়ে জানিয়েছে, এইবার রেকর্ড ঠান্ডা পড়েছে। গোটা চীনকে ধরলে ১৯৬১ সালের পর থেকে এত ঠান্ডা আর পড়েনি।

হিটিং সিস্টেমে চাপ

বেইজিংয়ের দক্ষিণপশ্চিমে হেনান প্রদেশের বিভিন্ন শহরে হিটিং ব্যবস্থা ভেঙে পড়েছে। রাষ্ট্রায়ত্ত্ব মিডিয়া জানিয়েছে, জিয়াওজাউতে বয়লার বিকল হয়ে পড়েছে। ২৬ ডিসেম্বরের মধ্যে তা ঠিক করার চেষ্টা চলছে। এই এলাকায় মোট কতগুলি বয়লার খারাপ হয়েছে তা অবশ্য জানানো হয়নি।

২২ ডিসেম্বরের ছবি। বেজিংয়ে লাইন ফেটে স্টিম লিক হচ্ছে।
বেজিংয়ের একটি জায়গায় স্টিম লিকের ছবি। ছবি: Andy Wong/AP Photo/picture alliance

হেনানের দুইটি শহরে সরকারি অফিস ও প্রসাশনিক ভবনে হিট সাপ্লাই বন্ধ করে দেয়া হয়েছে। শহরের সব বাসিন্দার বাড়িতে যাতে হিটিং ব্যবস্থা  চালু থাকে, সেজন্য এই পদক্ষেপ নেয়া হয়েছে। বেইজিংয়ের কিছু এলাকায় পাইপ লিক হয়ে গরম ধোঁয়া উপরে উঠতে দেখা গেছে।

তার উপর বরফ পড়ে উত্তর চীনে রাস্তা বন্ধ হয়ে গেছে। স্কুলকলেজ বন্ধ। তবে সোমবার থেকে তাপমাত্রা কিছুটা বাড়ায় মানুষ অল্প স্বস্তি পয়েছেন।

জিএইচ/এসজি (ডিপিএ, রয়টার্স)