1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ঝড়ের প্রভাবে বেইজিংয়ে রেকর্ড বৃষ্টি

৩১ জুলাই ২০২৩

ঝড়ের কারণে চীনের বেইজিংয়ের কয়েক হাজার মানুষ ঘর ছেড়ে অন্যত্র চলে যেতে বাধ্য হয়েছেন৷ ডকসুরি নামক ঐ ঝড়ের কারণে বেইজিংয়ে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে৷ সোমবারের অনেক ফ্লাইট বাতিল করতে হয়েছে৷ বন্ধ হয়ে গেছে অনেক রাস্তাও৷

https://p.dw.com/p/4UaF1
ঝড়ের কারণে চীনের বেইজিংয়ের কয়েক হাজার মানুষ ঘর ছেড়ে অন্যত্র চলে যেতে বাধ্য হয়েছেন৷
ঝড়ের কারণে চীনের বেইজিংয়ের কয়েক হাজার মানুষ ঘর ছেড়ে অন্যত্র চলে যেতে বাধ্য হয়েছেন৷ছবি: Andy Wong/AP/picture alliance

এদিকে, চলতি সপ্তাহেই খানুন নামে একটি ঘূর্ণিঝড় চীনে আঘাত হানতে পারে বলে কর্তৃপক্ষ আশঙ্কা করছে৷

ফিলিপাইন্স ও তাইওয়ানের পর শুক্রবার চীনের ফুজিয়ান রাজ্যে প্রথম আঘাত হানে ডকসুরি৷ এরপর সোমবার তা রাজধানী বেইজিংয়ে পৌঁছায়৷

কর্তৃপক্ষ বলছে, ফিলিপাইন্সে সুপার টাইফুন হিসেবে ডকসুরির আঘাত হানার কথা ছিল৷ তবে ভূখণ্ডে পৌঁছানোর আগে এর শক্তি কমে গিয়ে এটি ঝড়ে পরিণত হয়৷ ঝড়ের কারণে ফিলিপাইন্সে এক ডজনের বেশি মানুষ প্রাণ হারান৷

ডকসুরির কারণে সোমবার বেইজিংয়ে চলতি বছরের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে৷ এর প্রভাবে নদীর পানিবৃদ্ধি, বন্যা ও ভূমিধসের আশঙ্কা করছে কর্তৃপক্ষ৷

বাসিন্দাদের ঘরে থাকার পরামর্শ দেয়া হয়েছে৷ কর্মীদের অফিসে আসতে বাধ্য না করতে বলা হয়েছে৷ বিনোদন কেন্দ্রগুলো বন্ধ রাখা হয়েছে৷

এখন পর্যন্ত দুইজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে৷

রাষ্ট্রীয় প্রচারমাধ্যম সিসিটিভি বলছে, ৩১ হাজারের বেশি মানুষ বেইজিংয়ের উচ্চ ঝুঁকির এলাকা থেকে সরে গেছেন৷ পার্শ্ববর্তী হেবাই রাজ্যের রাজধানী শিজিয়াঝুয়াং থেকেও ২০ হাজার মানুষকে সরিয়ে নেয়া হয়েছে বলে রোববার সন্ধ্যায় রাষ্ট্রীয় গণমাধ্যমে জানানো হয়৷

চীনের আবহাওয়া অফিস বলছে, ডকসুরির শক্তি কমে গেলেও এটি এখনও প্রভাব ফেলতে সক্ষম৷

ভারী বৃষ্টিপাতের কারণে কর্তৃপক্ষ চীনের উত্তরাঞ্চলে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে৷ এর আওতায় পড়েছেন বেইজিংয়ের দুই কোটি ২০ লাখ মানুষ ও তিয়ানজিনের এক কোটি ৪০ লাখ বাসিন্দা৷ স্থানীয় গণমাধ্যম বলছে, ২০১১ সালের পর প্রথম এ ধরনের সতর্কতা জারি করা হয়েছে৷

২০২১ সালে ঝেংঝু শহরে ভারী বৃষ্টিপাত ও প্রবল বন্যায় প্রায় ৩০০ জন প্রাণ হারিয়েছিলেন৷

এদিকে, চলতি সপ্তাহেই চীনে খানুন নামে একটি ঘূর্ণিঝড় আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে৷ জিনহুয়া সংবাদ সংস্থার হিসেবে সেটি এ বছর চীনে আঘাত হানা ষষ্ঠ ঘূর্ণিঝড় হতে যাচ্ছে৷ কর্তৃপক্ষ বলছে, ডকসুরির আঘাতে ফসলের ক্ষতি হয়েছে৷ খানুনের কারণে সেটি আরও বাড়তে পারে৷

জেডএইচ/কেএম (রয়টার্স, এএফপি)