ঝড়ের প্রভাবে বেইজিংয়ে রেকর্ড বৃষ্টি
৩১ জুলাই ২০২৩এদিকে, চলতি সপ্তাহেই খানুন নামে একটি ঘূর্ণিঝড় চীনে আঘাত হানতে পারে বলে কর্তৃপক্ষ আশঙ্কা করছে৷
ফিলিপাইন্স ও তাইওয়ানের পর শুক্রবার চীনের ফুজিয়ান রাজ্যে প্রথম আঘাত হানে ডকসুরি৷ এরপর সোমবার তা রাজধানী বেইজিংয়ে পৌঁছায়৷
কর্তৃপক্ষ বলছে, ফিলিপাইন্সে সুপার টাইফুন হিসেবে ডকসুরির আঘাত হানার কথা ছিল৷ তবে ভূখণ্ডে পৌঁছানোর আগে এর শক্তি কমে গিয়ে এটি ঝড়ে পরিণত হয়৷ ঝড়ের কারণে ফিলিপাইন্সে এক ডজনের বেশি মানুষ প্রাণ হারান৷
ডকসুরির কারণে সোমবার বেইজিংয়ে চলতি বছরের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে৷ এর প্রভাবে নদীর পানিবৃদ্ধি, বন্যা ও ভূমিধসের আশঙ্কা করছে কর্তৃপক্ষ৷
বাসিন্দাদের ঘরে থাকার পরামর্শ দেয়া হয়েছে৷ কর্মীদের অফিসে আসতে বাধ্য না করতে বলা হয়েছে৷ বিনোদন কেন্দ্রগুলো বন্ধ রাখা হয়েছে৷
এখন পর্যন্ত দুইজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে৷
রাষ্ট্রীয় প্রচারমাধ্যম সিসিটিভি বলছে, ৩১ হাজারের বেশি মানুষ বেইজিংয়ের উচ্চ ঝুঁকির এলাকা থেকে সরে গেছেন৷ পার্শ্ববর্তী হেবাই রাজ্যের রাজধানী শিজিয়াঝুয়াং থেকেও ২০ হাজার মানুষকে সরিয়ে নেয়া হয়েছে বলে রোববার সন্ধ্যায় রাষ্ট্রীয় গণমাধ্যমে জানানো হয়৷
চীনের আবহাওয়া অফিস বলছে, ডকসুরির শক্তি কমে গেলেও এটি এখনও প্রভাব ফেলতে সক্ষম৷
ভারী বৃষ্টিপাতের কারণে কর্তৃপক্ষ চীনের উত্তরাঞ্চলে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে৷ এর আওতায় পড়েছেন বেইজিংয়ের দুই কোটি ২০ লাখ মানুষ ও তিয়ানজিনের এক কোটি ৪০ লাখ বাসিন্দা৷ স্থানীয় গণমাধ্যম বলছে, ২০১১ সালের পর প্রথম এ ধরনের সতর্কতা জারি করা হয়েছে৷
২০২১ সালে ঝেংঝু শহরে ভারী বৃষ্টিপাত ও প্রবল বন্যায় প্রায় ৩০০ জন প্রাণ হারিয়েছিলেন৷
এদিকে, চলতি সপ্তাহেই চীনে খানুন নামে একটি ঘূর্ণিঝড় আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে৷ জিনহুয়া সংবাদ সংস্থার হিসেবে সেটি এ বছর চীনে আঘাত হানা ষষ্ঠ ঘূর্ণিঝড় হতে যাচ্ছে৷ কর্তৃপক্ষ বলছে, ডকসুরির আঘাতে ফসলের ক্ষতি হয়েছে৷ খানুনের কারণে সেটি আরও বাড়তে পারে৷
জেডএইচ/কেএম (রয়টার্স, এএফপি)