সুইজারল্যান্ডে ১৫ ট্রেনযাত্রীকে বাঁচাতে জিম্মিকারীকে হত্যা
৯ ফেব্রুয়ারি ২০২৪জিম্মিকারী ৩২ বছর বয়সি এক ইরানি আশ্রয়প্রার্থী ছিলেন বলে জানিয়েছে পুলিশ৷ তবে তার উদ্দেশ্য কী ছিল, তা জানায়নি পুলিশ৷ জিম্মিকারীর হাতে কুঠার ও ছুরি ছিল৷
ফ্রান্স সীমান্তের কাছে অবস্থিত সুইজারল্যান্ডে ভো ক্যান্টন পুলিশের মুখপাত্র জ্যঁ-ক্রিস্টোফ সতুরেল বলেন, জিম্মি ঘটনাটির সঙ্গে সন্ত্রাসবাদের সংশ্লিষ্টতার কোনো লক্ষণ দেখা যায়নি৷
ভো ক্যান্টনের এসার-সু-শভো শহরে ঘটনাটি ঘটেছে৷
‘‘জিম্মি সবাইকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে,’’ বলে শুক্রবার পুলিশের এক বিবৃতিতে জানানো হয়৷
প্রায় ৬০ জন পুলিশ সদস্য অভিযানে অংশ নেন বলে প্রসিকিউটর জেনারেল এরিক কালটেনরিডার স্থানীয় এক টিভিকে জানিয়েছেন৷
সুইজারল্যান্ডে জিম্মির ঘটনা বিরল৷ তবে অতীতেব্যাংক ও ব্যবসা-প্রতিষ্ঠানে কিছু জিম্মির ঘটনা ঘটেছে৷ ২০২২ সালের জানুয়ারিতে একটি ঘড়ি নির্মাতা প্রতিষ্ঠানের কর্মীদের জিম্মি করে ভল্ট খুলতে বাধ্য করা হয়েছিল৷ ভল্টে মূল্যবান ধাতু ছিল৷
জেডএইচ/এসিবি (রয়টার্স)