1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

উত্তর কোরিয়ার অর্কেস্ট্রা

১৫ মার্চ ২০১২

বুধবার ফ্রান্সের রাজধানী প্যারিসে এক দক্ষিণ কোরীয় কন্ডাক্টর’এর নেতৃত্বে সংগীত পরিবেশন করলো উত্তর কোরিয়ার এক অর্কেস্ট্রা৷ এই অসাধ্য সাধন করতে সব পক্ষকেই অনেক পরিশ্রম করতে হয়েছে৷

https://p.dw.com/p/14Kva
ছবি: dapd

প্যারিসে অর্কেস্ট্রার জলসা, এ আর নতুন কথা কি? কিন্তু বুধবার শহরে যে কনসার্ট হয়ে গেল, তার মেজাজই ছিল আলাদা৷ কূটনৈতিক ক্ষেত্রে ঘটনাটিকে বিপ্লবও বলা যেতে পারে৷ এক দক্ষিণ কোরীয় কন্ডাক্টর'এর নেতৃত্বে আস্ত এক উত্তর কোরীয় অর্কেস্ট্রার সংগীত পরিবেশন সত্যিই অত্যন্ত বিরল ঘটনা৷

উত্তর কোরিয়ার মতো গোপনীয়তার বেড়াজালে বাঁধা সমাজ বিশ্বে আর কোথাও অবশিষ্ট নেই৷ মাঝে মধ্যে পরিবর্তনের দমকা হাওয়া দেখা দিলেও ঝড় ওঠার সম্ভাবনা দেখে না কেউ৷ এমনকি ডিসেম্বর মাসে সর্বোচ্চ নেতা কিম জং ইল'এর মৃত্যুর পর তার উত্তরাধিকারী তরুণ ছেলে কিম জং উন বিতর্কিত পরমাণু কর্মসূচি বন্ধ রাখার সিদ্ধান্ত নিলেও সংশয় থেকেই গেছে৷ অতএব উত্তর কোরিয়ার সঙ্গে দক্ষিণ কোরিয়া সহ বাকি বিশ্বের উত্তেজনার চূড়ান্ত অবসানের স্বপ্ন দেখার সাহস এখনো কারো নেই৷

Frankreich Nordkorea Südkorea Unhasu-Orchester gibt Konzert in Paris
ঐতিহাসিক অর্কেস্ট্রাছবি: dapd

রাজনৈতিক আঙিনায় দুই মেরুতে থাকলেও ভাষা, সংস্কৃতি ও জাতিসত্ত্বার নিরিখে দেখলে দুই কোরিয়ার মানুষই একটি একান্নবর্তী পরিবারের মতো৷ দক্ষিণ কোরিয়ার কন্ডাক্টর বা অর্কেস্ট্রা পরিচালক মিয়ুং উন চুং তাই প্যারিসের জলসাকে ‘ফ্যামিলি কনসার্ট' হিসেবে বর্ণনা করেছেন৷ উত্তর কোরিয়ার ‘উনহাসু' সংগীত গোষ্ঠীর ৭৫ জন শিল্পীকে নেতৃত্ব দিতে পেরে তিনি অত্যন্ত সন্তুষ্ট৷ গত প্রায় ৩ দশক ধরে তিনি এই যৌথ সাংগীতিক উদ্যোগের জন্য চেষ্টা চালিয়ে এসেছেন৷ শুধু পাশ্চাত্য ধ্রুপদী সংগীত নয়, কোরীয় উপদ্বীপের নিজস্ব বাদ্যযন্ত্র নিয়ে কোরীয় সংগীতও পরিবেশন করেছে এই অর্কেস্ট্রা৷ চুং মনে করেন, বহির্বিশ্বের কাছে কোরিয়ার সাংস্কৃতিক পরিচয় এক৷ তাই রাজনৈতিক বিবাদ সরিয়ে রেখে এমন যৌথ উদ্যোগের সত্যি প্রয়োজন রয়েছে৷

এস্টোনিয়া ছাড়া ইউরোপে ফ্রান্সই একমাত্র দেশ, যার সঙ্গে উত্তর কোরিয়ার কূটনৈতিক সম্পর্ক রয়েছে৷ গত বছর সেদেশ পিয়ং ইয়ং'এ সাংস্কৃতিক ও মানবিক সহযোগিতা বাড়াতে এক দপ্তর খুলেছে৷ তারই ফল পাওয়া গেল বুধবার৷ রেডিও ফ্রান্স'এর ফিলহার্মনিক অর্কেস্ট্রার সঙ্গে দুই কোরিয়ার শিল্পীরা এই অসাধারণ কনসার্ট পরিবেশন করার সুযোগ পেলেন৷ মিয়ুং উন চুং নিজে ২০০০ থেকে ২০০৪ সাল পর্যন্ত এই ফিলহার্মনিক অর্কেস্ট্রার নেতৃত্ব দিয়েছেন৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য