1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

উত্তর কোরিয়া

১ মার্চ ২০১২

খাবারের বিনিময়ে কর্মসূচি স্থগিতের প্রতিশ্রুতি দিল উত্তর কোরিয়া৷ যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শেষে এই ঘোষণা এসেছে৷ ফলে ছয়জাতি পরমাণু নিরস্ত্রীকরণ আলোচনা আবারও শুরুর সম্ভাবনা দেখা দিয়েছে৷

https://p.dw.com/p/14Cf5
ছবি: ddp/AP/APTN

উত্তর কোরিয়ার প্রতিশ্রুতি

পরমাণু অস্ত্রের পরীক্ষা ও ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থগিতের ঘোষণা দিয়েছে পিয়ং ইয়ং৷ এছাড়া এই প্রতিশ্রুতি ঠিকভাবে পালিত হচ্ছে কিনা সেটা দেখতে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইএইএ'এর প্রতিনিধি দলকে সেদেশ সফরের অনুমতি দেবে উত্তর কোরিয়া৷

বিনিময়ে কী পাবে

প্রায় আড়াই লাখ টন খাদ্য সহায়তা দেবে যুক্তরাষ্ট্র৷ তবে সাহায্য হিসেবে উত্তর কোরিয়া চাল ও খাদ্যশস্য চাইলেও যুক্তরাষ্ট্র বলেছে, তারা ভোজ্যতেল, ডাল ও তৈরি খাবার দেবে৷ গর্ভবতী নারী ও শিশুদের জন্য এসব খাবার দেয়া হবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র৷ কারণ তারা বলছে, উত্তর কোরিয়ার সমাজে তারাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত অংশ৷

USA-Nordkorea Gespräche in Peking
মার্কিন আলোচক গ্লিন ডেভিসছবি: AP

কীভাবে চুক্তি?

এ লক্ষ্যে গত কয়েকমাস ধরে যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যে আলোচনা চলছিল৷ গত ডিসেম্বরে বর্তমান নেতা কিম জং উনের বাবা কিম জং ইলের মৃত্যুর আগেই চুক্তির খসড়া মোটামুটি তৈরি হয়ে গিয়েছিল বলে জানা গেছে৷ কিন্তু ইলের মৃত্যুর কারণে সেটা কিছুটা বিলম্বিত হয়৷ এরপর উত্তর কোরিয়া শোক কাটিয়ে উঠলে আবারো আলোচনায় বসে যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়া৷ বেইজিং'এ আলোচনাগুলো অনুষ্ঠিত হয়৷

ছয়জাতি আলোচনা

বিশ্বের প্রায় সব উল্লেখযোগ্য শক্তিই উত্তর কোরিয়ার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে৷ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন পিয়ং ইয়ং'এর এই পদক্ষেপকে সঠিক পথে এগোনোর প্রথম পদক্ষেপ বলে মন্তব্য করেছেন৷ একই ধরনের কথা শোনা গেছে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকেও৷ এছাড়া চীন, জাপান, রাশিয়া সবাই উত্তর কোরিয়াকে অভিনন্দন জানিয়েছে৷ অনেক বিশ্ব নেতা বলেছেন এর ফলে হয়তো ছয়জাতির আলোচনা আবার শুরু করা যেতে পারে, যেটা ২০০৯ সালের এপ্রিল থেকে বন্ধ আছে৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য