1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সিরিয়ায় ত্রাণকর্মীদের উপর হামলা

২০ সেপ্টেম্বর ২০১৬

সিরিয়ার সেনাবাহিনী সোমবার সন্ধ্যায় সপ্তাহখানেক ধরে চলা যুদ্ধবিরতির সমাপ্তি ঘোষণা করেছে৷ এর কয়েক ঘণ্টা পর আলেপ্পোয় ত্রাণকর্মীদের বহরে হামলার ঘটনা ঘটেছে৷

https://p.dw.com/p/1K5E3
সিরিয়া আলেপ্পো বিমান হামলা
ছবি: Reuters/A. Ismail

জাতিসংঘ ও ‘সিরিয়ান আরব রেডক্রিসেন্ট'-এর ত্রাণকর্মীদের উপর এই হামলায় ১২ জন স্বেচ্ছাসেবক ও গাড়িচালক নিহত হয়েছে৷ বহরে থাকা ১৮টি ট্রাক ধ্বংস হয়ে গেছে৷

এই ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন জাতিসংঘের ত্রাণ বিষয়ক প্রধান স্টেফেন ও'ব্রায়েন৷ এক বিবৃতিতে তিনি বলেছেন, ‘‘যদি প্রমাণিত হয় যে, ইচ্ছা করেই এই হামলা হয়েছে তাহলে এটি যুদ্ধপরাধের শামিল৷''

রাশিয়া ও যুক্তরাষ্ট্রের প্রচেষ্টায় গত ১২ সেপ্টেম্বর থেকে সিরিয়ায় যুদ্ধবিরতি শুরু হয়েছিল৷ এরপর প্রথম কয়েকদিন পরিস্থিতি মোটামুটি শান্তই ছিল৷ তবে গত সপ্তাহের শেষ দিকে একটু একটু করে পরিস্থিতি উত্তপ্ত হতে থাকে৷ এরপর সপ্তাহান্তে সেটি বেড়ে যায়৷ সেসময় আলেপ্পোয় আকাশ থেকে হামলা চালানো হয়৷ এছাড়া যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আইএস বিরোধী জোটের হামলায় ৬০ জনের বেশি সিরীয় সেনা নিহত হন৷ সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ এই হামলাকে ‘যুক্তরাষ্ট্রের নির্লজ্জ আগ্রাসন' বলে অভিহিত করেছেন৷ যুক্তরাষ্ট্র এই ঘটনায় দুঃখ প্রকাশ করে বলেছে, হামলার মূল লক্ষ্য ছিল আইএস৷

সোমবার সন্ধ্যায় যুদ্ধবিরতির সমাপ্তি ঘোষণার খবরে আলেপ্পোর বাসিন্দারা তাড়াতাড়ি করে তাঁদের ঘরের ভেতরে আশ্রয় নেন৷ এরপর সোমবার রাতে ও মঙ্গলবার সকালে আলেপ্পোতে আকাশ থেকে হামলা ও বোমাবর্ষণ শুরু হয়েছে বলে বার্তা সংস্থাগুলো জানাচ্ছে৷

উল্লেখ্য, সপ্তাহখানেক ধরে চলা যুদ্ধবিরতিকে ঘিরে অনেকে আশা প্রকাশ করেছিলেন, হয়ত এর মাধ্যমে সিরিয়ায় গত পাঁচ বছরেরও বেশি সময় ধরে চলা গৃহযুদ্ধ থামবে৷ গৃহযুদ্ধে প্রায় তিন লাখের বেশি মানুষের প্রাণ গেছে৷

জেডএইচ/ডিজি (এএফপি, রয়টার্স, এপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য