1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সিরিয়ায় জাতিসংঘের সৈন্য অপহৃত

২৯ আগস্ট ২০১৪

আন্তর্জাতিক মহল যখন ইরাক ও সিরিয়ায় আইসিস জঙ্গিদের মোকাবিলা করতে ব্যস্ত হয়ে পড়েছে, তখন ইরাকের আরেক জঙ্গি গোষ্ঠী জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীর ৪৪ জন সৈন্যকে অপহরণ করেছে৷

https://p.dw.com/p/1D3YW
UNDOF Blauhelmsoldaten Golanhöhen 28.08.2014
ছবি: picture-alliance/AP

ঘটনাটি ঘটেছে এমন এক এলাকায়, যেখানে আগে থেকেই উত্তেজনার কোনো অভাব নেই৷ সিরিয়ার গোলান মালভূমি-র একটা বড় অংশ ইসরায়েলের দখলে৷ শান্তি বজায় রাখতে তাই সেখানে ইউএনডিওএফ নামে জাতিসংঘের এক মিশন সক্রিয় রয়েছে৷ তারই আওতায় প্রশান্ত মহাসাগরের দক্ষিণের দেশ ফিজি সহ অন্যান্য কিছু দেশের সৈন্য সেই এলাকায় মোতায়েন রয়েছে৷

সিরিয়ার গৃহযুদ্ধে লিপ্ত একটি বিদ্রোহী গোষ্ঠী বৃহস্পতিবার ফিজির ৪৪ জন সৈন্যকে অপহরণ করেছে৷ ফিজির কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোসেসে টিকোইটোগা জানিয়েছেন, সকাল সাড়ে সাতটা নাগাদ প্রায় ১৫০ জন বিদ্রোহী এসে সৈন্যদের ধরে নিয়ে চলে যায়৷ ফিলিপাইন্সের ৭৫ জন সৈন্যের সঙ্গেও তাদের সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে৷ বিদ্রোহীরা প্রায় ৪ কিলোমিটার দূরত্বে দুটি ক্যাম্পে একসঙ্গে হানা দেয় এবং সৈন্যদের অস্ত্র সমর্পণ করতে বলে৷ সৈন্যরা অবশ্য অস্ত্র হাতছাড়া করতে রাজি হয় নি৷

ঠিক কোন বিদ্রোহী গোষ্ঠী এই ঘটনার জন্য দায়ী, তা এখনো স্পষ্ট নয়৷ ‘সিরিয়ান আরব আর্মড ফোর্সেস' নামে বিদ্রোহী যোদ্ধাদের সঙ্গে আরও কিছু সশস্ত্র যোদ্ধার সংঘর্ষের খবর পাওয়া গেছে৷ গোলান হাইটস এলাকায় আল কায়েদার ঘনিষ্ঠ আল-নুসরা ফ্রন্ট নামে এক জঙ্গি গোষ্ঠী সিরিয়ার সেনাবাহিনীর সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে৷ তবে জাতিসংঘের সৈন্যদের অপহরণের সঙ্গে তারা যুক্ত কিনা, তা জানা যায় নি৷ উল্লেখ্য, বুধবার আল-নুসরা ফ্রন্ট সহ কিছু বিদ্রোহী যোদ্ধা গোলান হাইটস এলাকায় ইসরায়েলি সৈন্যদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়েছিল৷ ২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকেই গোলান মালভূমিতে উত্তেজনা বেড়ে গেছে৷ ইসরায়েল-নিয়ন্ত্রিত এলাকায় প্রায়ই বিচ্ছিন্ন রকেট এসে পড়ছে৷ ইসরায়েলি সৈন্যরাও প্রায় পালটা হামলা চালাচ্ছে৷

জাতিসংঘের নিরাপত্তা পরিষদ শান্তি বাহিনীর উপর হামলার এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে এবং অবিলম্বে অপহৃত সৈন্যদের মুক্তির দাবি জানিয়েছে৷ ফিজি ও ফিলিপাইন্সের সরকারও গভীর দুশ্চিন্তা প্রকাশ করেছে৷

এসবি / জেডএইচ (এপি, এএফপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য