1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সিরিয়ায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ইরানের সেনা

২০ জানুয়ারি ২০২৪

ইরান জানিয়েছে, সিরিয়ায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডসের সদস্যদের লক্ষ্য করে ইসরায়েল বিমান হামলা চালিয়েছে। হামলায় কয়েকজন ইরানি সৈন্য মারা গেছেন বলেও জানিয়েছে দেশটি।

https://p.dw.com/p/4bUsz
যুক্তরাজ্য ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, হামলাটি একটি ভবনকে লক্ষ্য করে চালানো হয়েছে
যুক্তরাজ্য ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, হামলাটি একটি ভবনকে লক্ষ্য করে চালানো হয়েছেছবি: LOUAI BESHARA/AFP/Getty Images

সিরিয়ার রাজধানী দামেস্কে ইসরায়েলি হামলায় ইরানের রেভোল্যুশনারি গার্ডের বেশ কয়েকজন সদস্য নিহত ও আরো কয়েকজন আহত হয়েছেন।

যুক্তরাজ্য ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, হামলাটি একটি ভবনকে লক্ষ্য করে চালানো হয়েছে, "যেখানে ইরানপন্থি নেতারা বৈঠক করছিলেন।" অবজারভেটরির পরিচালক রামি আবদেল রহমান বলেছেন, ইরানের ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পস- আইআরজিসি এবং ইরানপন্থি কয়েকটি ফিলিস্তিনি গ্রুপের সদস্যরা বৈঠকে উপস্থিত ছিলেন।

দামেস্কে বিমান হামলায় নিহতদের মধ্যে ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কোরের একজন কমান্ডার এবং তার একজন ডেপুটি নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম।

ইরানের বার্তাসংস্থা মেহর জানিয়েছে, "সিরিয়ায় ইসরায়েলের হামলায় বিপ্লবী গার্ডের সিরিয়া বিষয়ক গোয়েন্দা প্রধান, তার সহকারি এবং গার্ডের অন্য দুই সদস্যও শহীদ হয়েছেন।"

ইরানের রাষ্ট্রায়ত্ত্ব প্রেস টিভিও রেভোল্যুশনারি গার্ডকে উদ্ধৃত করে নিশ্চিত করেছে, তাদের চার সদস্য ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন।

একটি নিরাপত্তা সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, প্রেসিডেন্ট বাশার আসাদের সরকারকে সমর্থনকারী ইরানের উপদেষ্টারা একটি বহুতল ভবনে ছিলেন, যেটি "ইসরায়েলি ক্ষেপণাস্ত্র" হামলায় সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।

ইসরায়েলের পক্ষ থেকে এ হামলা নিয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

গাজার হামাস, লেবাননের হিজবুল্লাহ এবং ইয়েমেনের হুতিবিদ্রোহীসহ ইসরায়েলবিরোধী বেশ কয়েকটি দলকে সমর্থন করে ইরান।

ইরান-সমর্থিত ফিলিস্তিনি ইসলামি গোষ্ঠী হামাসের জঙ্গিরা ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায়। এর প্রেক্ষাপটে ইসরায়েল সিরিয়ায় ইরান-সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুগুলোর ওপর বোমা হামলা জোরদার করেছে।

গাজায় মৃত্যু ২৫ হাজারের কাছাকাছি

হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় গাজা উপত্যকায় প্রায় ১৬৫ ফিলিস্তিনি নিহত এবং ২৮০ জন আহত হয়েছেন।

মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, ইসরায়েল হামাসের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করার পর থেকে ২৪ হাজার ৯২৭ জন নিহত এবং ৬১ হাজার ১৫৪ জন আহত হয়েছেন। ফিলিস্তিনি কর্মকর্তারা জানিয়েছেন, নিহতদের বেশির ভাগই নারী ও শিশু।

হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের এই হিসাবে বেসামরিক এবং সামরিক হতাহতদের পরিসংখ্যান আলাদাভাবে দেয়া হয় না।

ইসরায়েলি গণমাধ্যমে তথ্য জানিয়েছে, গাজায় আক্রমণ শুরুর পর থেকে ১৯৪ ইসরায়েলি সেনা মারা গেছেন।

অন্যান্য নানা দেশের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন, জার্মানি এবং মার্কিন যুক্তরাষ্ট্রে  সন্ত্রাসী সংগঠনের তালিকায় রয়েছে হামাস।

এডিকে/আরকেসি (এএফপি, এপি, রয়টার্স)