সিরিয়া ফেরত আইএস জঙ্গি বাংলাদেশে গ্রেপ্তার
৮ মে ২০১৯মুতাজ আব্দুল মজিদ কফিলুদ্দিন ব্যাপারি নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট৷ সৌদি আরবে জন্ম নেয়া ৩৩ বছর বয়সি এই ব্যক্তি সিরিয়ায় আইএস-এর হয়ে যুদ্ধ করেছেন বলে জানিয়েছে তারা৷
গত ফেব্রয়ারিতে মুতাজ বাংলাদেশে আসেন৷ এ সময় তিনি জামাআতুল মুজাহেদিন বাংলাদেশ (জেএমবি)-র সদস্যদের সঙ্গে যোগাযোগ গড়ে তোলেন বলে এএফপিকে জানিয়েছেন পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের কর্মকর্তা ওয়াহিদুজ্জামান নূর৷
তিনি বলেন, ৫ মে তাকে ঢাকার উত্তরার কাছের একটি মসজিদ থেকে গ্রেপ্তার করা হয়েছে৷ তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে৷ ‘‘২০১৮ সালে তিনি সিরিয়ায় যান এবং আইএস-এর হয়ে যুদ্ধে অংশ নেন,'' বলেন ওয়াহিদুজ্জামান৷
স্থানীয় গণমাধ্যম মামলায় উল্লিখিত তথ্যের বরাত দিয়ে জানায়, উত্তরার ১১ নম্বর সেক্টরের বায়তুল নূর জামে মসজিদ থেকে মুতাজকে গ্রেপ্তারের সময় তার অন্য সঙ্গীরা পালিয়ে যায়৷ বাংলাদেশের আসার পর তিনি প্রায় শতাধিক বিদেশি জঙ্গির সঙ্গে যোগযাযোগ করেছেন৷ তার মোবাইল ফোন পরীক্ষা করে এমন তথ্যপ্রমাণ পেয়েছেন তদন্ত কর্মকর্তারা৷ সেখান থেকে আরো তথ্য উদ্ধার করতে তার ব্যবহৃত মোবাইল ফোনটি ফরেনসিক ল্যাবে পাঠানো হবে বলে ইংরেজি দৈনিক ডেইলি স্টারকে জানান এক কর্মকর্তা৷
মামলার বিবরণী অনুযায়ী, মুতাজের বাবা আব্দুল মজিদ ব্যাপারি দশ বছর বয়সে বাংলাদেশ থেকে সৌদি আরব গিয়েছিলেন৷ মুতাজের মা একজন পাকিস্তানী৷ ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টুয়েন্টি ফোরডটকমের প্রতিবেদন অনুযায়ী, মুতাজের জন্ম ও বেড়ে ওঠা সৌদি আরবে৷ বাবা কফিল উদ্দিন ব্যাপারির বাড়ি বাংলাদেশের শরীয়তপুর জেলার সখীপুরে৷ তার ১১ সন্তানের একজন মুতাজ বাংলাদেশি পাসপোর্ট নেন সৌদি আরব থেকেই৷
কয়েকবার প্রচেষ্টার পর মুতাজ গত বছরের মে মাসে সিরিয়া যেতে সক্ষম হন৷ সেখানে প্রায় ছয় মাস থাকার পর তুরস্কে চলে যান৷ দেশটিতে গত বছর অভিযান শুরু হলে তিনি বাংলাদেশে পালিয়ে আসেন বলে জানিয়েছে পুলিশ৷
এর আগে আইএস-এর হয়ে সিরিয়ায় লড়তে যাওয়া বাংলাদেশি জঙ্গিরা দেশে ফিরতে পারেন এমন আশঙ্কায় গত মাসে বিমানবন্দরগুলোতে সতর্কতা জারি করা হয়৷ বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে ৫০ জন আইএস জঙ্গির একটি তালিকাও পাঠিয়েছিল কাউন্টার টেররিজম পুলিশ ৷
এফএস/এসিবি (এএফপি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম, দ্য ডেইলি স্টার)