1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রাশিয়ার ওপর ত্রিমুখী চাপ

৩০ সেপ্টেম্বর ২০১৬

আলেপ্পোয় বিমান হামলা বন্ধ করে সেখানে মানবিক সাহায্য পাঠাতে সহায়তা করার জন্য রাশিয়ার ওপর চাপ বাড়ছে৷ যুক্তরাষ্ট্র, জার্মানি এবং তুরস্ক মনে করে সিরিয়ায় যুদ্ধবিরতির প্রয়াস সফল করতে রাশিয়ার বিশেষভাবে উদ্যোগী হওযা উচিত৷

https://p.dw.com/p/2QlW4
আলেপ্পো
ছবি: Reuters/A. Ismail

কিন্তু বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি স্পষ্ট করেই বলেছেন যে, যুদ্ধবিরতি সম্ভব করার জন্য রাশিয়ার সঙ্গে যে আলোচনাটা চলছে তা মূলত রাশিয়ার কারনেই সফল হচ্ছে না৷ কেরি মনে করেন, রাশিয়া যখন আলেপ্পোয় বিমান হামলা চালিয়ে যাচ্ছে, তখন যুদ্ধবিরতি নিয়ে আলোচনা খুব একটা অর্থবহ হয় না৷ বৃহস্পতিবারই রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী লাভরভের সঙ্গে বৈঠক হয় তাঁর৷ বৈঠক শেষে ওয়াশিংটনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে কেরি বলেন, ‘‘আমার মনে হয় আমরা এই আলোচনা স্থগিত রাখার সিদ্ধান্তের কাছাকাছি এসে গেছি, কেননা, এখন যে হারে বোমা হামলা চলছে, তারপর বসে বসে বিষয়টি নিয়ে গভীর মনযোগ দিয়ে আলোচনার চেষ্টা করা অনেকটা বিচারবুদ্ধিরহিত কাজ বলে মনে হয়৷ '' আলোচনায় রাশিয়াকে যথেষ্ট আন্তরিক বলে মনে হয়নি তাঁর৷

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল
জার্মানি এবং যুক্তরাষ্ট্রের দুই শীর্ষ নেতা মনে করেন, যুদ্ধবিরতি কার্যকর করায় রাশিয়া ও সিরিয়া সরকারের বিশেষ দায়িত্ব রয়েছেছবি: picture-alliance/dpa/G. Fabiano/M. Murat

এদিকে বৃহস্পতিবার জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল সিরিয়া প্রসঙ্গে বারাক ওবামা, রেচেপ তাইয়েপ এর্দোয়ান এবং ভ্লাদিমির পুটিনের সঙ্গে কথা বলেছেন৷ কথোপকথনে ম্যার্কেল এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ওবামা আলেপ্পোয় রাশিয়ার বিমান থেকে বোমা হামলাকে ‘বর্বরোচিত' আখ্যা দিয়ে এর নিন্দা জানিয়েছেন৷ জার্মানি এবং যুক্তরাষ্ট্রের দুই শীর্ষ নেতা মনে করেন, যুদ্ধবিরতি কার্যকর করায় রাশিয়া ও সিরিয়া সরকারের বিশেষ দায়িত্ব রয়েছে৷ তাঁরা আরো মনে করেন, দুই দেশ যথাযথ ভূমিকা পালন করলে যুদ্ধবিরতি কার্যকর করে জাতিসংঘের উদ্যোগে আলেপ্পোয় মানবিক সাহায্য পাঠানো সম্ভব হবে৷ এক যৌথ বিবৃতিতে ম্যার্কেল এবং তুরস্কের প্রেসিডেন্ট এর্দোয়ানও একই কথা বলেছেন৷

বৃহস্পতিবার রুশ প্রেসিডেন্ট পুটিনের সঙ্গে কথা বলার সময়ও সিরিয়ায় রাশিয়ার বিমান হামলার বিষয়টি জোর দিয়েই উল্লেখ করেছেন ম্যার্কেল৷ সার্বিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে পুটিনকে আলেপ্পোয় মানবিক বিপর্যয় রোধে সর্বোচ্চ ভূমিকা রাখার আহ্বানও জানিয়েছেন তিনি৷

এসিবি/ডিজি (রয়টার্স, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য