রাজনৈতিক কোরবানির মহোৎসব?
১৬ অক্টোবর ২০১৩সামহয়্যার ইন ব্লগে নাসরিন আকতার লিখেছেন ঈদ হলেও তাঁর মনটা ভাল নেই৷ কোরবানির ঈদের ইতিহাস উল্লেখ করে তিনি ঈদ পরবর্তী দেশের পরিস্থিতি নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন৷ তিনি লিখেছেন, ‘‘বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে দেখা যাচ্ছে ঈদের পরে রাজনৈতিক কোরবানির মহোৎসবে রাজনৈতিক উদ্দেশ্যে ক্ষমতার গতি আঁকড়ে ধরার জন্য কত নাম না জানা মানুষ যে কোরবানি হবে তার আন্দাজ কি কেউ করতে পারছেন?
‘‘রাজনৈতিক সহিংসতার কারণে যে সমস্ত মানুষ কোরবান হবে তার দায়ভার কে নিবে? বুঝতেই পারছি আজকের এই কোরবানিটা হবে অনেকের জীবনের শেষ কোরবানি, যার জন্য দায়ী শুধুমাত্র ‘ক্ষমতার গদি'৷''
একই ব্লগে নুরুল আমিনের পোস্টেও পাওয়া গেল শঙ্কার আভাস৷ তিনি লিখেছেন, ‘‘ঈদে মানুষ শান্তিতে নেই, সরকার দেশে সিরিয়ার মতো পরিস্থিতি সৃষ্টি করেছে৷ নির্দলীয় সরকার এর একমাত্র সমাধান৷''
তাইফুর সরোয়ার সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘‘শুধু বনের পশু নয়, মনের পশুকে কোরবানি দিতে পারলেই ঈদের প্রকৃত উদ্দেশ্য আদায় হবে৷'' তিনিও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন, ‘‘ঈদের পরে দেশের সামগ্রিক অবস্থা নিয়ে আম জনতা, ছাত্র-শিক্ষক, ধনী, গরিব সবাই শঙ্কিত৷ সারা দেশেই একটা থমথমে ভাব বিরাজ করছে৷ একটা আতঙ্কের মধ্যেই কেটে যাচ্ছে ঈদের দিনগুলো৷''
তবে তাঁর কথায় আশার বাণীও শোনা গেল, ‘‘মানুষ মাত্রই আশাবাদী৷ আমরাও আশা করি, স্বপ্ন দেখি রৌদ্রোজ্জ্বল নতুন সকালের৷ নেতা নেত্রীরা সকল স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশপ্রেমে উজ্জীবিত হয়ে সংকট নিরসনে তৎপর হবেন, এটাই এখন গণ মানুষের একমাত্র চাওয়া৷''
আমারব্লগে এ হুসাইন মিন্টু লিখেছেন, ‘‘এমন উত্সবের দিনে আমরা সবাই নিশ্চয় উত্সবে মাতোয়ারা হবো, কিন্তু তার আগে আমরা যেন কিছুতেই ভুলে না যাই পাশের বাড়ির অসহায় বৃদ্ধা বিধবার কথা, সহায় সম্বলহীন পুত্রকন্যা পরিজনহীন (অথবা আত্মীয় স্বজন দ্বারা অবেহলিত, উপেক্ষিত) বৃদ্ধের কথা, এতিম গরিব শিশু কিশোর-কিশোরীর কথা, পঙ্গু অসহায় প্রতিবন্ধীর কথা, গরিব আত্মীয় স্বজনের কথা৷''
সংকলন: জাহিদুল হক
সম্পাদনা: সঞ্জীব বর্মন