রাজনীতিউত্তর কোরিয়া
সাবমেরিন থেকে মিসাইল পরীক্ষা উত্তর কোরিয়ার
১৩ মার্চ ২০২৩বিজ্ঞাপন
উত্তর কোরিয়ার সরকারি সংবাদমাধ্যম জানিয়েছে, মার্কিন সাম্রাজ্যবাদ এবং তাদের হাতের পুতুল দক্ষিণ কোরিয়াকে জবাব দিতেই এই পরীক্ষা করা হয়েছে। দুইটি রকেট সফলভাবে সাবমেরিন থেকে ছোঁড়া হয়েছে।
এর আগে দক্ষিণ কোরিয়া একটি মিসাইলের কথা বলেছিল। বস্তুত, সোমবার থেকে এক ঐতিহাসিক সামরিক মহড়া শুরু করছে দক্ষিণ কোরিয়া ও অ্যামেরিকা। ১৪ দিন ধরে এই মহড়া চলবে। এত বড় সামরিক মহড়া এর আগে হয়নি বলে দক্ষিণ কোরিয়া জানিয়েছে। জলে স্থলে এবং আকাশে চলবে মহড়া।
উত্তর কোরিয়ার বক্তব্য, এই মহড়া তাদের জন্য বড় হুমকি। তাদের পরাস্ত করতেই এই মহড়ার আয়োজন হয়েছে। কিন্তু তারাও পিছিয়ে নেই। এটা প্রমাণ করতেই রোববার সাবমেরিন থেকে মিসাইল ছোঁড়া হয়েছে।
এসজি/জিএইচ (রয়টার্স, এএফপি)