1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ঢাকায় মানববন্ধন

১২ ফেব্রুয়ারি ২০১২

সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের ৩৬ ঘন্টা পর রোববার তাদের পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়েছে৷ হত্যাকাণ্ডের ঘটনায় এখনো কেউ গ্রেফতার হয়নি৷ তবে পুলিশ দাবি করছে, তারা আনুষ্ঠানিক তদন্তে অনেক ক্লু বা যোগসূত্র পাচ্ছেন৷

https://p.dw.com/p/142DQ
ছবি: Harun Ur Rashid Swapan

পুলিশের আশা, খুব শিগগিরই অপরাধীদের চিহ্নিত ও গ্রেফতার করা সম্ভব হবে৷ এদিকে রোববার ঢাকায় সাংবাদিক এবং পেশাজীবীরা এই হত্যাকাণ্ডের বিচার এবং অপরাধীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছেন৷

কান্না আর হত্যাকারীদের বিচার ও গ্রেফতারের দাবি, এছাড়া অন্য কোনো ভাষা নেই সাগর-রুনি দম্পতির পরিবারের সদস্যদের কন্ঠে৷

আর তাদের একমাত্র শিশু সন্তান মেঘকে নিয়ে বাড়তি উৎকণ্ঠা পরিবারটিতে৷ কি হবে ওর? ওর মনোজগতে এই নৃশংস ঘটনা কতটা প্রভাব ফেলেছে৷ এই ছোট্ট শিশু তা সামলে উঠতে পরবে তো?

রোববার ঢাকার শেরেবাংলা নগর থানায় হত্যা মামলা করেছেন সাগরের স্ত্রী রুনির ভাই নওশের আলম রোমান৷ মাললার এজাহারে অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের আসামি করা হয়েছে৷

DW Redakteur Sagar Sarowar Dhaka
মেহেরুন রুনি এবং সাগর সরওয়ার দম্পতিছবি: DW

এরই মধ্যে চলছে পুলিশের তদন্ত৷ পুলিশ সাগর-রুনি দম্পতির রাজাবাজারের ভাড়া বাসা ও আশেপাশের লোকজনকে জিজ্ঞাসাবাদ করেছে৷ কথা বলছে তাদের কাছের লোকজনের সঙ্গেও৷ আর তল্লাশি চালিয়ে রান্নাঘর থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি রক্তমাখা বটি উদ্ধার করা হয়েছে৷ তদন্ত দলের নেতৃত্ব দিচ্ছেন পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধান মারূফ হাসান খান৷ তিনি ডয়চে ভেলেকে জানান, তারা তদন্তকারীদের মধ্যে একটি বৈঠকও করেছেন৷

আর তেজগাঁও অঞ্চলের উপ পুলিশ কমিশনার ইমাম হোসেন জানান তারা আশা করছেন শিগগিরই হত্যাকাণ্ডের মোটিভ সম্পর্কে নিশ্চিত হয়ে অপরাধীদের গ্রেফতার করতে পারবেন৷

ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র উপ কমিশনার মনিরুল ইসলাম জানান, এখনো কেউ গ্রেফতার হয়নি৷ তবে তিনটি সম্ভাবনাকে মাথায় রেখে তারা বিভিন্ন জনকে জিজ্ঞাসাবাদ করছেন৷ এগুলো হলো পেশাগত কারণে শত্রুতা, পারিবারিক শত্রুতা ও স্বার্থের দ্বন্দ্ব৷

আর স্বরাষ্ট্রমন্ত্রী এ্যাডভোকেট সাহারা খাতুন রোববার সচিবালয়ে আইন-শৃঙ্খলা নিয়ে বৈঠকের পর আবারও বলেছেন ৪৮ ঘন্টার মধ্যেই সাগর-রুনি দম্পতির হত্যাকারীদের গ্রেফতার করা সম্ভব হবে৷

এদিকে জাতীয় প্রেসক্লাবের সামনে হত্যাকাণ্ডের বিচারের দাবিতে মানববন্ধন করেছে সাংবাদিক এবং পেশাজীবী সংগঠনগুলো৷ তারা বুকে কালো ব্যাজ ধারণ করে অপরাধীদের বিচারের দাবি জানান৷

ঢাকার বাইরেও সারা দেশে সাংবাদিক এবং পেশাজীবী সংগঠনগুলো বিভাগীয়, জেলা এবং উপজেলা শহরে প্রতিবাদ কর্মসূচি পালন করছে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: জাহিদুল হক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য