সাগর-রুনি হত্যাকাণ্ড
২৮ ফেব্রুয়ারি ২০১২‘হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ নামে একটি মানবাধিকার সংগঠনের রিটের শুনানির পর মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক এবং বিচারপতি জাহাঙ্গির হোসেনের বেঞ্চ ৭ জনের বিরুদ্ধে রুল নিশি জারি করেন৷ রুলে সাগর-রুনি সাংবাদিক দম্পতিকে হত্যার সঙ্গে জড়িতদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে কেন গ্রেফতার করা হবেনা, তা আগামী দুই সপ্তাহের মধ্যে জানাতে বলা হয়েছে৷ আর আসামিদের গ্রেফতার করে আদালতে হাজির করতে বলেছেন হাইকোর্ট৷ আদেশে বলা হয়েছে, তদন্ত চলাকালে কোন সুনির্দিষ্ট তথ্য পুলিশের হাতে না আসলে পুলিশ তদন্ত নিয়ে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে পারবেনা৷ তদন্তে সত্যিই যদি কোন অগ্রগতি থাকে, তাহলে তা সংবাদ মাধ্যমকে জানানো যাবে৷ আর ‘জজ মিয়া খোঁজা হচ্ছে' – এ ধরনের কোন অনুমান নির্ভর খবর প্রচার করা যাবেনা৷ এব্যাপারে তথ্য মন্ত্রণালয়কে ব্যবস্থা নিতে বলা হয়েছে৷ এই হত্যাকাণ্ড নিয়ে রাজনীতি হচ্ছে বলেও মন্তব্য করেন আদালত৷ রিট আবেদনের আইনজীবী অ্যাডভোকেট মনজিল মোরশেদ জানান, স্বরাষ্ট্র সচিব, তথ্য সচিব, আইজিপি, ব়্যাবের মহাপরিচালক, ডিএমপি কমিশনার, উপ-কমিশনার এবং তেজগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার ওপর এই রুল জারি করা হয়েছে৷
এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন আবারো বলেছেন, সাগর-রুনি সাংবাদিক দম্পতিকে হত্যার সঙ্গে জড়িতদের অবশ্যই গ্রেফতার করা হবে৷ তিনি এজন্য সবাইকে একটি ধৈর্য ধরার আহ্বান জানান৷ তিনি দাবি করেন তদন্তে অবশ্যই অগ্রগতি আছে৷ পুলিশ একটি জায়গায় পৌঁছেছে৷ কিন্তু সব সময় আসামিদের বেঁধে দেয়া সময়ের মধ্যে ধরা যায়না৷
গত ১১ই ফেব্রুয়ারি ভোররাতে সাগর-রুনি সাংবাদিক দম্পতিকে ঢাকায় তাদের তাদের পশ্চিম রাজাবাজারে বাসায় হত্যা করা হয়৷ গত ১৭ দিনেও পুলিশ এই নির্মম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: সঞ্জীব বর্মন