সাগর-রুনি হত্যাকাণ্ড
২৬ ফেব্রুয়ারি ২০১২সাগর-রুনি সাংবাদিক দম্পতিকে ১১ই ফেব্রুয়ারি ভোর রাতে ঢাকায় তাদের পশ্চিম রাজাবাজারের বাসায় হত্যা করা হয়৷ এই মামলায় তদন্তে ধীরগতি এবং এখনো কেউ গ্রেফতার না হওয়ায় নানা মহলের সমালোচনার মুখে রয়েছে পুলিশ৷ আর সাংবাদিকরা একের পর এক আন্দোলন কর্মসূচি পালন করছেন৷ সাংবাদিকরা ঘোষণা দিয়েছেন অপরাধীরা গ্রেফতার না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরে যাবেন না৷ এই পরিস্থতিতে ঘটনার ১৬ দিনের মাথায় ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র উপ কমিশনার মনিরুল ইসলাম রোববার সংবাদ মাধ্যমকে জানিয়েছেন তারা এখন সাগর-রুনি হত্যাকাণ্ডের কারণ বা মোটিভ সম্পর্কে মোটামুটি নিশ্চিত৷ সাগর-রুনি কিভাবে খুন হয়েছেন, কারা খুন করেছেন সে বিষয় তাদের কাছে এখন পরিস্কার৷
সাগরের খোয়া যাওয়া ল্যাপটপ, মোবাইল ফোন এবং রুনির সোনার গয়না উদ্ধার হয়েছে কিনা, আর উদ্ধার হয়ে থাকলে কাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে তার জাবাব দেননি মহানগর পুলিশের মুখপাত্র৷ জানাননি এপর্যন্ত কত জনকে বা কাদের আটক করা হয়েছে৷ তবে তিনি জানিয়েছেন যে কোন সময় পুলিশ সংবাদ সম্মেলনের মাধ্যমে হত্যাকাণ্ডের পুরো বিষয়টি জানাবে৷ আর সেখানে এই ঘটনায় জড়িত সন্দেহে আটক ব্যক্তিদেরও সংবাদ মাধ্যমের সামনে হাজির করা হবে৷
উপ কমিশনার মনিরুল ইসলাম জানান শুরুতে তারা সন্দেহের সব দিক মাথায় রেখে তদন্ত করলেও এখন জাল গুটিয়ে এনেছেন৷ এখন তারা একটি বিষয় নিয়েই কাজ করছেন৷ আর তার মধ্যেই লুকিয়ে আছে সাগর-রুনি হত্যাকাণ্ডের কারণ৷ তবে সে বিষয়টি প্রকাশ করেন নি পুলিশের এই কর্মকর্তা৷ এদিকে সাগর-রুনি হত্যার সঙ্গে জড়িতদের গ্রেফতারের দাবীতে সোমবার বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলো দুপুর ১২টা থেকে এক ঘন্টা প্রতিকী ধর্মঘট পালন করবে৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: রিয়াজুল ইসলাম