1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সাগর-রুনি হত্যাকাণ্ড

২৬ ফেব্রুয়ারি ২০১২

সাগর সরওয়ার- মেহেরুন রুনি সাংবাদিক দম্পতি হত্যাকাণ্ডের রহস্যের কিনারা করা গেছে বলে দাবী করেছে ঢাকা মহানগর পুলিশ৷ তারা সহসাই আসামিদের সংবাদ মাধ্যমের সামনে হাজির করে হত্যাকাণ্ডের পুরো ঘটনা প্রকাশ করবে৷

https://p.dw.com/p/14AJj
Police officers carry the bodies of two journalists who were found stabbed to death at their home in Dhaka, Bangladesh, Thursday, Feb. 11, 2012. Police officer Imam Hossain said authorities are investigating the killings early Saturday of Sagar Sarwar and his wife, Mehrun Runi. Sarwar was news editor of private TV station Massranga and Runi worked as a reporter at another private television, ATN Bangla. (Foto:Zia Islam/AP/dapd)
ফাইল ছবিছবি: dapd

সাগর-রুনি সাংবাদিক দম্পতিকে ১১ই ফেব্রুয়ারি ভোর রাতে ঢাকায় তাদের পশ্চিম রাজাবাজারের বাসায় হত্যা করা হয়৷ এই মামলায় তদন্তে ধীরগতি এবং এখনো কেউ গ্রেফতার না হওয়ায় নানা মহলের সমালোচনার মুখে রয়েছে পুলিশ৷ আর সাংবাদিকরা একের পর এক আন্দোলন কর্মসূচি পালন করছেন৷ সাংবাদিকরা ঘোষণা দিয়েছেন অপরাধীরা গ্রেফতার না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরে যাবেন না৷ এই পরিস্থতিতে ঘটনার ১৬ দিনের মাথায় ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র উপ কমিশনার মনিরুল ইসলাম রোববার সংবাদ মাধ্যমকে জানিয়েছেন তারা এখন সাগর-রুনি হত্যাকাণ্ডের কারণ বা মোটিভ সম্পর্কে মোটামুটি নিশ্চিত৷ সাগর-রুনি কিভাবে খুন হয়েছেন, কারা খুন করেছেন সে বিষয় তাদের কাছে এখন পরিস্কার৷

সাগরের খোয়া যাওয়া ল্যাপটপ, মোবাইল ফোন এবং রুনির সোনার গয়না উদ্ধার হয়েছে কিনা, আর উদ্ধার হয়ে থাকলে কাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে তার জাবাব দেননি মহানগর পুলিশের মুখপাত্র৷ জানাননি এপর্যন্ত কত জনকে বা কাদের আটক করা হয়েছে৷ তবে তিনি জানিয়েছেন যে কোন সময় পুলিশ সংবাদ সম্মেলনের মাধ্যমে হত্যাকাণ্ডের পুরো বিষয়টি জানাবে৷ আর সেখানে এই ঘটনায় জড়িত সন্দেহে আটক ব্যক্তিদেরও সংবাদ মাধ্যমের সামনে হাজির করা হবে৷

উপ কমিশনার মনিরুল ইসলাম জানান শুরুতে তারা সন্দেহের সব দিক মাথায় রেখে তদন্ত করলেও এখন জাল গুটিয়ে এনেছেন৷ এখন তারা একটি বিষয় নিয়েই কাজ করছেন৷ আর তার মধ্যেই লুকিয়ে আছে সাগর-রুনি হত্যাকাণ্ডের কারণ৷ তবে সে বিষয়টি প্রকাশ করেন নি পুলিশের এই কর্মকর্তা৷ এদিকে সাগর-রুনি হত্যার সঙ্গে জড়িতদের গ্রেফতারের দাবীতে সোমবার বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলো দুপুর ১২টা থেকে এক ঘন্টা প্রতিকী ধর্মঘট পালন করবে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: রিয়াজুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য